মুম্বই, 17 মে:হেলমেট না পরে বলিউডের দুই তারকা অমিতাভ বচ্চন এবং অনুষ্কা শর্মাকে লিফট দেওয়ায় দুই বাইকের আরোহীকে জরিমানা করল মুম্বই পুলিশ ৷ বুধবার একজন আধিকারিক এ কথা জানিয়েছেন । পুলিশের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন যে, মুম্বইয়ের রাস্তায় হেলমেট ছাড়া বাইকে সফর করার জন্য বাইক চালকদের মাধ্যমে অমিতাভ এবং অনুষ্কা উভয়কেই জরিমানা করা হয়েছে ৷"
তিনি বলেন, কয়েকজন সোশ্যাল মিডিয়ায় বিষয়টি উল্লেখ করার পর হেলমট আইন লঙ্ঘন করায় দুটি পৃথক ঘটনায় জরিমানা আরোপ করা হয়েছে । মঙ্গলবার উভয় যানের আরোহীদের বিরুদ্ধে জারি করা চালানের কপি নিজেদের টুইটার হ্যান্ডেলে আপলোড করে মুম্বই ট্র্যাফিক পুলিশ ।
চাকদা এক্সপ্রেসের অভিনেত্রী অনুষ্কা শর্মাকে সম্প্রতি একটি মোটরবাইকে চড়তে দেখা গিয়েছে ৷ তিনি ও সেই বাইকের চালক কারও মাথাতেই হেলমেট ছিল না ৷ এই ঘটনার ছবি পুলিশের নজরে আনতে মুম্বই পুলিশের টুইটার হ্যান্ডেলকে ট্যাগ করে পোস্ট করেন বেশ কয়েকজন নেটনাগরিক ৷ ট্র্যাফিক আইন না মানার জন্য অনুষ্কার সমালোচনা করা হয় ৷ এক আধিকারিক জানিয়েছেন, এই ঘটনায় স্বতঃপ্রণোদিত অভিযোগ গ্রহণ করে পুলিশ 10,500 টাকা জরিমানার একটি চালান জারি করেছে বাইক আরোহীদের বিরুদ্ধে ৷