মুম্বই, 11 নভেম্বর: শুক্রবার মুম্বইয়ের সিদ্ধিবিনায়ক মন্দিরে পুজো দিলেন বলিউডের সবচেয়ে ক্যারিশম্যাটিক পিতা-পুত্র জুটি অমিতাভ বচ্চন এবং অভিষেক বচ্চন (Amitabh Visits Siddhivinayak Temple)৷ এই দিনই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে বিগ বি-র বহু প্রতীক্ষিত ছবি 'উঁচাই'।
পরনে অফ-হোয়াইট কুর্তা-পাজামা আর তার উপরে নেহরু জ্যাকেট - এই পোশাকেই পুজো দিতে যান অমিতাভ বচ্চন ও অভিষেক বচ্চন ৷ ফুল-বেলপাতা সহযোগে তাঁদের পুজোর আচার পালন করান পুরোহিত ৷
অমিতাভের 'উঁচাই' ছবিটির পরিচালনা করেছেন সুরজ বরজাতিয়া ৷ এর প্রধান চরিত্রে অভিনয় করেছেন অনুপম খের, বোমান ইরানি, ড্যানি ডেনজংপা, পরিণীতি চোপড়া এবং নীনা গুপ্তা । 2015 সালের ফ্যামিলি ড্রামা 'প্রেম রতন ধন পায়ো'-র পর এই চলচ্চিত্রেই পরিচালনায় প্রত্যাবর্তন ঘটছে সুরজ বরজাতিয়ার ৷ তাঁর আগের ছবিটিতে ছিলেন সলমান খান, সোনম কাপুর এবং অনুপম খের ৷
সিদ্ধিবিনায়ক মন্দিরে পুজো দিলেন অমিতাভ তিন বন্ধু - অমিতাভ বচ্চন, অনুপম খের এবং বোমান ইরানি যান মাউন্ট এভারেস্টে । তাঁদের সেই সফরের নানা অভিজ্ঞতাই তুলে ধরা হবে উঁচাইতে ৷ এই ছবিতে পরিণীতি ট্রেক গাইডের চরিত্রে অভিনয় করেছেন ৷ তিনিই ফিল্মের মুখ্য তিন চরিত্রকে এভারেস্টের চূড়ায় পৌঁছে দিতে সাহায্য করবেন ।
আরও পড়ুন:সামনে এল আয়ুষ্মানের 'অ্যান অ্যাকশন হিরো' ট্রেলার
গল্পে অমিতাভ বচ্চন, বোমান ইরানি, অনুপম খের, এবং ড্যানি ডেনজংপা মাউন্ট এভারেস্টের চূড়ায় যাওয়ার পরিকল্পনা করেন, সেই নিয়ে প্রস্তুতি নেন ৷ কিন্তু লক্ষ্যে পৌঁছনোর আগেই ড্যানি বার্ধক্যজনিত কারণে মারা যান । তাঁর শেষ ইচ্ছে পালনের জন্য তাঁর বাকি বন্ধুরা সিদ্ধান্ত নেন যে তাঁরা মাউন্ট এভারেস্টের শিখরে উঠবেন এবং সেখানেই ড্যানির অস্থিভস্ম ভাসিয়ে দেবেন ৷ পরিণীতির সহযোগিতায় নীনা এবং সারিকাকে সঙ্গে নিয়ে বন্ধুর শেষ ইচ্ছে পূরণ করেন অমিতাভ, বোমান ও অনুপম ৷
'উঁচাই' ছাড়াও, অমিতাভ বচ্চনকে পরবর্তীতে দীপিকা পাড়ুকোনের সঙ্গে 'দ্য ইন্টার্ন'-এর হিন্দি রিমেকে দেখা যাবে । তিনি প্রভাসের সঙ্গে 'প্রজেক্ট কে'-এরও একটি অংশ।