হায়দরাবাদ, 7 এপ্রিল: হুমকি মেলের পর এবার আরও সতর্ক ভাইজান ৷ সলমন খানের কালেকশনে যুক্ত হল একটি নিসান বুলেটপ্রুফ পেট্রল এসইউভি ৷ এই গাড়ি কেনার খবর এখন ভাইরাল সোশাল মিডিয়ায় ৷ সম্প্রতি নীতা মুকেশ অম্বানি কালচারাল সেন্টারের উদ্বোধনের অনুষ্ঠানে তাঁকে এই গাড়িতেই আসতে দেখা গিয়েছে ৷ গতবছর হুমকির পর থেকেই সলমন বুলেট প্রুফ গাড়ির ব্যবহার শুরু করেছেন ৷ আগে তিনি ব্যবহার টয়োটা ল্যান্ড ক্রুইসার এলসি200 ৷ আর এখন তার বদলে এল এই নিসান পেট্রল লাক্সারি এসইউভি ৷
খবর অনুযায়ী এই গাড়িটি ভারতের বাজারে এখনও লঞ্চ করেনি তাই বিদেশ থেকে এই গাড়িটিকে আনিয়েছেন বলিউডের ভাইজান ৷ বুলেটপ্রুফ গাড়ির ক্ষেত্রে এই গাড়িটির স্থান নাকি শীর্ষে ৷ তাঁর এই নতুন বাহনটির জন্য় বেশ কয়েক কোটি খরচ করতে হল সলমনকে ৷ জানা গিয়েছে অভিনেতার এই নতুন গাড়িটি কিনতে মোট 2 কোটি টাকা (বিদেশ থেকে নিয়ে আসার খরচ মিলিয়ে) খরচ হতে পারে ৷