পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Salman New Car: খুনের হুমকিতে সতর্ক সলমন, বিদেশ থেকে বুলেটপ্রুফ গাড়ি এল ভাইজানের গ্যারেজে - Salman Khan latest news

খুনের হুমকির পর আরও সতর্ক সলমন খান ৷ এবার নতুন বাহন হিসাবে তিনি কিনলেন নিসান বুলেটপ্রুফ পেট্রল এসইউভি ৷

Salman New Car
নিরাপত্তা বাড়াতে বুলেটপ্রুফ গাড়ি আনালেন সলমন

By

Published : Apr 7, 2023, 3:19 PM IST

হায়দরাবাদ, 7 এপ্রিল: হুমকি মেলের পর এবার আরও সতর্ক ভাইজান ৷ সলমন খানের কালেকশনে যুক্ত হল একটি নিসান বুলেটপ্রুফ পেট্রল এসইউভি ৷ এই গাড়ি কেনার খবর এখন ভাইরাল সোশাল মিডিয়ায় ৷ সম্প্রতি নীতা মুকেশ অম্বানি কালচারাল সেন্টারের উদ্বোধনের অনুষ্ঠানে তাঁকে এই গাড়িতেই আসতে দেখা গিয়েছে ৷ গতবছর হুমকির পর থেকেই সলমন বুলেট প্রুফ গাড়ির ব্যবহার শুরু করেছেন ৷ আগে তিনি ব্যবহার টয়োটা ল্যান্ড ক্রুইসার এলসি200 ৷ আর এখন তার বদলে এল এই নিসান পেট্রল লাক্সারি এসইউভি ৷

খবর অনুযায়ী এই গাড়িটি ভারতের বাজারে এখনও লঞ্চ করেনি তাই বিদেশ থেকে এই গাড়িটিকে আনিয়েছেন বলিউডের ভাইজান ৷ বুলেটপ্রুফ গাড়ির ক্ষেত্রে এই গাড়িটির স্থান নাকি শীর্ষে ৷ তাঁর এই নতুন বাহনটির জন্য় বেশ কয়েক কোটি খরচ করতে হল সলমনকে ৷ জানা গিয়েছে অভিনেতার এই নতুন গাড়িটি কিনতে মোট 2 কোটি টাকা (বিদেশ থেকে নিয়ে আসার খরচ মিলিয়ে) খরচ হতে পারে ৷

1998 সালের কৃষ্ণসার হরিণ হত্যার মামলায় সলমন লরেন্স বিষ্ণোই গ্য়াংয়ের থেকে হুমকি পেয়ে আসছেন ৷ গত মাসেই আরও একবার খুনের হুমকি দেওয়া হয়েছে তাঁকে ৷ এমনকী ভাইরাল হয়েছিল সেই মেলের কপিও ৷ যেখানে সলমনকে সরাসরি সতর্ক করা হয়েছিল 'এর পরেরবার ঝটকাই দেখবে' এই বলে ৷ এরপর থানায় একটি অভিযোগও দায়ের করা হয় অভিনেতার তরফে ৷

যাই হোক, সলমন এখন ব্যস্ত রয়েছেন তাঁর আগামী ছবি 'কিসি কা ভাই কিসি কি জান' ছবির প্রচার নিয়ে ৷ এই ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন ফরহাদ সামজি ৷ আগামী ঈদে অর্থাৎ 21 এপ্রিল মুক্তি পেতে চলেছে এই ছবি ৷ ছবিতে সলমনের সঙ্গে স্ক্রিনশেয়ার করতে দেখা যাবে ভেঙ্কটেশ দুগ্গাবতি, পলক তিওয়ারি, শেহনাজ গিলের মতো অভিনেতা অভিনেত্রীদের ৷

আরও পড়ুন:ইলন, বিরাটদের পিছনে ফেলে সেরা একশো প্রভাবশালী ব্যক্তির তালিকায় 'পাঠান'

ABOUT THE AUTHOR

...view details