মুম্বই, 25 এপ্রিল :বলি সেলেব কিয়ারা আদবানী এবং সিদ্ধার্থ মালহোত্রার ব্রেকআপ নিয়ে বিভিন্ন মহলে গুঞ্জন চলছিল কয়েকদিন ধরেই ৷ এরই মাঝে নিজের নিজের ইনস্টাগ্রামে দু'টি রহস্য়ময় পোস্ট শেয়ার করেছেন এই বলিজুটি (Sidharth Malhotra Kiara Advani Break Up) ৷ একদিকে সিদ্ধার্থ তাঁর ইনস্টায় ভাগ করে নিয়েছেন কাজের সূত্রে তুরস্ক ভ্রমণের দৃশ্য আর অন্যদিকে কিয়ারাকে দেখা গিয়েছে বোগেনভিলিয়ার বাগানে ফটোশ্য়ুটের বেশ কিছু ঝলক সকলের সঙ্গে ভাগ করে নিতে ৷
সিদ্ধার্থ ক্যাপশনে লিখেছেন, "রোদ ছাড়া একটি দিন, তুমি তো জানোই তা রাতের মত ।- স্টিভ মার্টিন"। আর ফুলের অপরূপ সৌন্দর্যের মধ্য়ে হারিয়ে যেতে কিয়ারা লিখেছেন, "হাসির বীজ বপন করুন, হাস্যময়তাকে বড় করে তুলুন আর ভালবাসার ফসল ফলান ৷" এই পোস্টের মাধ্যমে কি একে অপরকে কিছু বার্তা দিতে চাইলেন তাঁরা ৷ সূত্র অবশ্য বলছে, দু'জনে ডেটিং করাও বন্ধ করে দিয়েছেন ৷