পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Shehnaaz Gill Bollywood Debut : সলমনের হাত ধরে বলিউডে পা শেহনাজের - Shehnaaz Gill Kabhi Eid Kabhi Diwali

সলমন খানের নতুন ছবি 'কভি ইদ কভি দিওয়ালি'-এর মাধ্যমে হিন্দি সিনেমার জগতে পা রাখছেন শেহনাজ ৷ এই বছরের শেষের দিকে অথবা আগামি বছরের শুরুতেই আসতে চলেছে এই ছবি (Shehnaaz Gill Kabhi Eid Kabhi Diwali) ৷

Shehnaaz Gill Bollywood Debut
সলমনের হাত ধরে বলিউডে পা শেহনাজের

By

Published : Apr 29, 2022, 1:19 PM IST

হায়দরাবাদ, 29 এপ্রিল :বলিউডে পা রাখার জন্য় একেবারে প্রস্তুত 'পঞ্জাব দি ক্যাটরিনা' শেহনাজ গিল ৷ 'বিগ বস 13' স্টার শেষবার পর্দায় দেখা গিয়েছিল পঞ্জাবি ছবি 'হসলা রাখ'-এ ৷ ছবিতে দিলজিত দোসাং-এর সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন তিনি ৷ অবশ্য তাঁর বলিউড অভিষেক হতে চলেছে ভাইজান সলমনের হাত ধরেই ৷ সলমন খানের নতুন ছবি 'কভি ইদ কভি দিওয়ালি'-এর মাধ্যমে হিন্দি সিনেমার জগতে পা রাখছেন শেহনাজ (Shehnaaz Gill Kabhi Eid Kabhi Diwali)৷

খবর অনুযায়ী, ছবিতে আয়ুষ শর্মার প্রেমিকার চরিত্রে অভিনয় করতে দেখা যাবে এই অভিনেত্রীকে ৷ এছাড়া ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে চলেছেন ভেঙ্কটেশ এবং পূজা হেগড়েও ৷ এই ছবি পরিচালনার দায়িত্বে রয়েছেন ফরহাদ সামজি এবং প্রযোজনা করছেন সাজিদ নাদিয়াওয়ালা ৷

আরও পড়ুন: পর্ন ছবির শ্যুটিং করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়লেন উরফি জাভেদ?

নির্মাতাদের মধ্যে শেহনাজকে নিয়ে হালকা কোনও ধন্দ হয়ত এখনও রয়েছে ৷ কারণ সরাসরি তাঁর নাম নিশ্চিত করা হয়নি ৷ তবে নাদিয়াওয়ালা এন্টারটেইনমেন্টের উইকিপিডিয়া পেজে ছবির কাস্টিংয়ে শেহনাজের নাম কিন্তু রয়েছে ৷ যাই হোক, এই বছরের শেষের দিকে অথবা আগামি বছরের শুরুতেই আসতে চলেছে এই ছবি ৷ ইতিমধ্য়েই শেহনাজ অবশ্য একটি দুরন্ত ভিডিয়ো পোস্ট করেছেন তাঁর সাম্প্রতিক ফটোশ্য়ুটের ৷ যা ফের ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায় ৷

ABOUT THE AUTHOR

...view details