রাঁচি, 21 জুন: চেক বাউন্স ও জালিয়াতির মামলায় অভিযুক্ত বলিউডের অভিনেত্রী আমিশা প্যাটেলের আজ রাঁচি আদালতে হাজির হওয়ার কথা ছিল । শুটিং আছে বলে আজ হাজিরা এড়ালেন তিনি ৷ অভিনেত্রী বর্তমানে জামিনে মুক্ত ৷ তবে তাঁর মামলার শেষ শুনানিতে তাঁকে 21 জুন অর্থাৎ আজ রাঁচির নিম্ন আদালতে সশরীরের হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল । পরবর্তী শুনানি 10 জুলাই ৷
'গদর' অভিনেত্রী চেক বাউন্স ও জালিয়াতি মামলার বিষয়ে 17 জুন রাঁচি আদালতে আত্মসমর্পণ করেন ৷ তারপর তাঁকে আদালত থেকে জামিন দেওয়া হয়েছিল । আমিশা প্যাটেল সিনিয়র ডিভিশন জজ ডিএন শুক্লার আদালতে আত্মসমর্পণ করেছিলেন এবং 10 হাজার টাকার বন্ড জমা দেওয়ার পরে জামিন পান ।
রাঁচির একজন চলচ্চিত্র নির্মাতা অজয় কুমার অভিনেত্রীর বিরুদ্ধে চেক-বাউন্স ও জালিয়াতির মামলা দায়ের করেছেন এবং তাঁকে হুমকি দেওয়ার অভিযোগও করেছিলেন । আদালত এই অভিযোগের বিষয়ে অভিনেত্রীকে একাধিক নোটিশ পাঠিয়েছে, কিন্তু আমিশা আদালতে হাজির হতে অস্বীকার করেছিলেন । এর পরে, আদালত আমিশা প্যাটেলের বিরুদ্ধে একটি গ্রেফতারি পরোয়ানা জারি করে এবং অভিনেত্রী নিজেই 17 জুন আত্মসমর্পণের জন্য আদালতে পৌঁছে যান ।