হায়দরাবাদ, 30 জুন: বিয়ের প্রায় 11 বছর বাদে গত 20 জুন প্রথম সন্তানের মুখ দেখেছেন দক্ষিণী সুপারস্টার রাম চরণ ও উপাসনা কামিনেনি ৷ শুক্রবার ছিল তাঁদের মেয়ের নামকরণ অনুষ্ঠান ৷ পরিবারের সদস্যরা তো বটেই, অভিনেতা-অভিনেত্রী থেকে অনুরাগীরা সকলে ইতিমধ্য়েই শুভেচ্ছা জানিয়েছেন এই তারকা জুটিকে ৷ মেগাস্টার চিরঞ্জীবীর পরিবারে এই নতুন সদস্যের আগমনে খুশি সকলেই ৷ আর এবার বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরে সামনে এল এক নয়া তথ্য ৷ জানা গিয়েছে রাম চরণের কন্যার জন্য় এই বিশেষ দিনে নাকি দারুণ একটি উপহার দিয়েছেন মুকেশ আম্বানি এবং নীতা আম্বানি ৷
বিভিন্ন সংবাদ মাধ্যমের রিপোর্টের দাবি অনুযায়ী, রাম চরণের কন্য়াকে নামকরণ অনুষ্ঠানে একটি সোনার দোলনা উপহার দেওয়া হয়েছে আম্বানি পরিবারের তরফে ৷ আর সেই দোলনাটির মূল্য নাকি কয়েক লক্ষেরও বেশি ৷ শুক্রবার রীতি মেনে পালিত হয়েছে এই অনুষ্ঠান ৷ এর আগে তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে বাড়ির সাজসজ্জার কিছু ছবিও শেয়ার করেছিলেন উপাসনা ৷ পুরো পরিবার উপস্থিত থাকবেন এই অনুষ্ঠানে ৷