মুম্বই, 24 সেপ্টেম্বর: ফের বলিউডে শোকের ছায়া ৷ অমিতাভ বচ্চনের ব্লকব্লাস্টার হিট ছবি 'অমর আকবর অ্যান্টনি', 'নসিব', 'কুলি'-র প্রখ্যাত স্ক্রিন রাইটার প্রয়াগ রাজ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ৷ শনিবার বান্দ্রায় নিজ বাসভবনে বার্ধক্যজনিত রোগে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বলে রবিবার জানিয়েছেন ছেলে আদিত্য রাজ ৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 88 বছর ৷ জনপ্রিয় চিত্রনাট্যকারের প্রয়াণে শোকবার্তা জ্ঞাপন করেছেন অমিতাভ বচ্চন ৷
তিনি লেখেন, "গতকাল সন্ধ্যায় ফিল্ম ইন্ডাস্ট্রির আর এক পিলারকে হারালাম আমরা ৷" অভিনেত্রী শাবানা আজমি লেখেন, "লেখক-পরিচালক-অভিনেতা প্রয়াগ রাজের মৃত্যুতে আমি শোকাহত ৷ পরিবারের প্রতি সমবেদনা রইল ৷" অভিনেতা অনিল কাপুর একটি ছবি শেয়ার করে লেখেন, "প্রয়াগ রাজজিকে হারিয়ে সত্যিই শোকাহত ৷ ওনার সঙ্গে হিফাজত ছবিতে কাজ করার সৌভাগ্য হয়েছিল ৷ আমি তাঁর আত্মার শান্তি কামনা করি ৷"
প্রয়াত চিত্রনাট্যকারের ছেলে আদিত্য রাজ সংবাদসংস্থা পিটিআইকে জানিয়েছেন, "তিনি শনিবার বিকেল 4টে নাহাগ শান্তিতে ঘুমের দেশে পাড়ি দিয়েছেন ৷ বিগত 8-10 বছর ধরে তিনি নানা রোগে ভুগছিলেন ৷ হৃদরোগ ছাড়াও বয়সজনিত নানা সমস্যা দেখা দিয়েছিল বাবার ৷"