হায়দরাবাদ, 18 অক্টোবর:'পুষ্পা: দ্য রাইজ' ছবির জন্য় প্রথম তেলেগু অভিনেতা হিসেবে জাতীয় পুরস্কারে সম্মানিত হয়েছেন আল্লু অর্জুুন ৷ মঙ্গলবার তাঁর হাতে পুরস্কার তুলে দিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷ পুরস্কার প্রাপ্তির পর বুধবার সোশালে বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন অভিনেতা ৷ সেখানে একটি ছবিতে তাঁকে দেখা গিয়েছে বর্ষীয়ান অভিনেত্রী ওয়াহিদা রহমানের সঙ্গে ৷ আর অন্য একটি তিনি ক্যামেরাবন্দি হয়েছেন জাতীয় পুরস্কারে সম্মানিত দুই অভিনেত্রী কৃতি স্যানন এবং আলিয়া ভাটের সঙ্গে ৷ ছবির ক্যাপশনে আগামীতে কৃতির সঙ্গে কাজ করার ইচ্ছাও প্রকাশ করেছেন আল্লু ৷
বর্ষীয়ান অভিনেত্রী ওয়াহিদা রহমানকে মঙ্গলবার সম্মানিত করা হয় দাদা সাহেব ফালকে পুরস্কারে ৷ ছয় দশকের দীর্ঘ অভিনয় জীবনের ভারতীয় সিনেমাকে বহু গুরুত্বপূর্ণ ছবি উপহার দিয়েছেন তিনি ৷ সেই কারণেই তাঁর হাতে তুলে দেওয়া হয় এই পুরস্কার ৷ অভিনেত্রীর সঙ্গে ছবি শেয়ার করে আল্লু এদিন লেখেন, "অভিনেত্রী ওয়াহিদা রহমানকে দাদা সাহেব ফালকে পুরস্কারে সম্মানিত হতে দেখাটা জীবনের একটি অমূল্য় অভিজ্ঞতা ৷ দীর্ঘ ছয় দশকের অভিনয় জীবন ৷ সত্যিই অনুপ্রেরণা দেয় ৷"