হায়দরাবাদ, 6 এপ্রিল :ট্রাফিক আইন ভাঙলে তার জন্য উপযুক্ত শাস্তি তো ভোগ করতে হবেই ৷ হায়দরাবাদ পুলিশের হাত থেকে এক্ষেত্রে কিন্তু ছাড় পেলেন না 'পুষ্পা: দ্য রাইজ' ছবির সুপারস্টার আল্লু অর্জুনও ৷ আইন ভাঙার মাশুল দিতে হল তাঁকেও (Allu Arjun Violates The Traffic Rules) ৷ সেলুলয়েডে তিনি বারবার বলেছেন 'ঝুঁকেগা নেহি' এমনকী তাঁর এই সংলাপ ব্যবহার করতে দেখা গিয়েছে মুম্বই পুলিশকেও ৷ কিন্তু আইনের চোখে তো সবাই সমান সে আদার ব্যাপারীই হোক বা জাহাজের মালিক ৷ এবার এই বিষয়টি প্রমাণ করল হায়দরাবাদ পুলিশ ৷
আসলে ভারতে কোনও গাড়িতে কালো কাঁচ ব্যবহার করা নিষিদ্ধ কিন্তু নিজের কালো রেঞ্জ রোভার লাক্সারি এসইউভি-তে এই নিয়ম মানেননি আল্লু অর্জুন ৷ আর তার জন্যই তাঁর নামে চালান ইস্যু করে হায়দরাবাদ পুলিশ ৷ শেষমেষ 700 টাকা জরিমানা দিয়ে তবেই মুক্তি পান এই তারকা ৷ কালো রঙের কাঁচ ব্যবহার নিষিদ্ধ হলেও অনেক তারকাই এই কাঁচ ব্যবহার করেন কারণ এর একটি বড় সুবিধা হল এক্ষেত্রে ভিতরের ব্যক্তিটিকে দেখা যায় না ৷