পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Allu Alia Get National Award: জাতীয় পুরস্কার গ্রহণের আগে করমর্দন আল্লু-আলিয়ার, দেখুন ভিডিয়ো - জাতীয় পুরস্কার গ্রহণের আগে করমর্দন আল্লু আলিয়ার

নয়া দিল্লির বিজ্ঞান ভবনে আলিয়া ভাট-আল্লু অর্জুনদের হাতে জাতীয় পুরস্কার তুলে দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদি মুর্মু ৷ পুরস্কার প্রাপ্তির আগে কুশল বিনিময় করতে দেখা গেল তাঁদের ৷ করমর্দনও করলেন তাঁরা ৷

Allu Alia Get National Award
পুরস্কার গ্রহণের আগে করমর্দন আল্লু আলিয়ার

By ETV Bharat Bangla Team

Published : Oct 17, 2023, 7:07 PM IST

পুরস্কার প্রাপ্তির আগের মুহূর্তে করমর্দন আল্লু-আলিয়ার

নয়াদল্লি, 19 অক্টোবর:নয়া দিল্লির বিজ্ঞান ভবনে আয়োজিত 69তম জাতীয় পুরস্কার প্রদান অনুষ্ঠানে 'সেরা অভিনেত্রী'র পুরস্কার তুলে দেওয়া হল আলিয়া ভাটের হাতে ৷ সঞ্জয় লীলা বনশালি পরিচালিত 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি' ছবিতে গাঙ্গুবাঈ চরিত্রে অভিনয়ের জন্য় মঙ্গলবার আলিয়ার হাতে পুরস্কার তুলে দেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷ অন্য়দিকে 'সেরা অভিনেতা' হিসাবে এদিন পুরস্কার উঠল আল্লু অর্জুনের হাতে ৷ তাঁর শেষ ছবি 'পুষ্পা: দ্য রাইজ'-এ পুষ্পার চরিত্রে অভিনয় করে এই পুরস্কারটি জিতে নেন তিনি ৷ এদিন আলিয়া এবং আল্লু দু'জনকেই দেখা গেল অনুষ্ঠানে ৷

পর্দার পুষ্পারাজ একটু মেজাজি ঠিকই তবে রিললাইফে আল্লু একেবারে অন্য মানুষ ৷ তাঁর বিনয়ি স্বভাবের কথা সকলেই জানেন ৷ মঙ্গলবারও অভিনেত্রী আলিয়া ভাটের সঙ্গে দেখা হতেই তাঁর সঙ্গে কুশল বিনিময় করলেন পর্দার পুষ্পা ৷ দু'জনে করমর্দনও করলেন ৷ এরপর মঞ্চে উঠে প্রথমে পুরস্কার গ্রহণ করেন আলিয়া ৷ আর তারপর পুরস্কার তুলে দেওয়া হয় আল্লুর হাতে ৷

আলিয়ার কেরিয়ারের 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি' ছবিটি একটি ভীষণ গুরুত্বপূর্ণ ল্যান্ডমার্ক ৷ অথচ প্রথমে সঞ্জয় ভেবেছিলেন এই ছবির জন্য় নাকি রাজি নন আলিয়া ৷ সঞ্জয় লীলা বনশালি যখন প্রথম তাঁকে এই ছবির চিত্রনাট্য শোনান আলিয়া একেবারে চুপচাপ কোনও কথা না বলে পরিচালকের অফিস থেকে বেরিয়ে চলে আসেন ৷ ফলে সঞ্জয় ভেবেছিলেন আলিয়ার হয়তো বিষয়টি পছন্দ হয়নি ৷ কিন্তু পরদিনই আবার সঞ্জয়ের কাছে ছুটে যান আলিয়া ৷ জানান, তিনি এই ছবিটি করতে ভীষণ আগ্রহী ৷

আরও পড়ুন:ঘোষণার পর সম্মানিত, আজই জাতীয় পুরস্কার হাতে পেতে চলেছেন বিজেতারা

অন্য়দিকে আল্লুর ক্ষেত্রেও রয়েছে এমনই এক গল্প ৷ বিভিন্ন সংবাদ মাধ্যমের রিপোর্ট বলছে সুকুমার নাকি প্রথম দক্ষিণি সুপারস্টার মহেশবাবুকে এই ছবিটি অফার করেন ৷ কিন্তু মহেশবাবু এই ছবিটি করতে রাজি হননি ৷ কারণ একটা পুষ্পার জন্য় নাকি নিজের লুক পরিবর্তন করতে রাজি ছিলেন না তিনি ৷ কিন্তু সেই প্রস্তাব সাদরে গ্রহণ করেন আল্লু ৷ আর আজ প্রথম তেলেগু অভিনেতা হিসাবে তিনি জিতে নিলেন জাতীয় পুরস্কার ৷

ABOUT THE AUTHOR

...view details