মুম্বই, 15 জুন :রণলিয়া জুটির নতুন ছবি 'ব্রহ্মাস্ত্র' কবে পর্দায় আসবে তা নিয়ে বহুদিন ধরেই অপেক্ষা করে আছেন দর্শকরা ৷ ইতিমধ্য়েই টিজার এবং মোশন পোস্টারগুলি নিয়ে যথেষ্ট আগ্রহ তৈরি হয়েছে ৷ অয়ন মুখোপাধ্য়ায় পরিচালিত এই ছবির ট্রেলার লঞ্চ হল আজ সকাল সকাল (Alia Bhatt and Ranbir Kapoor Starrer Movie Brahmastra Trailer Released) ৷
রণবীর-আলিয়ার ব্যক্তিগত সম্পর্কে গুরুত্বপূর্ণ এই ছবি ৷ তাই রণলিয়া অনুরাগীদের আগ্রহ এখন আরও কয়েকগুণ বেড়ে গিয়েছে ৷ ট্রেলারে শোনা গেল বিগ বি-র বলিষ্ঠ ভয়েসওভার ৷ দর্শকদের তিনিই জানিয়ে দেন এই কাহিনির সারাংশ ৷ শিবা নামক এক যুবককে কেন্দ্র করে এর কাহিনি ৷ সে জানে না পৃথিবীর আদি শক্তি থেকে তৈরি হওয়া ব্রহ্মাস্ত্রের রক্ষক সে-ই ৷ আলিয়াকে দেখা যাবে ইশার চরিত্রে ৷ এখানেও তিনি রণবীরের প্রেমিকার চরিত্রে ৷