মুম্বই, 28 সেপ্টেম্বর: আজ নিজের 40তম জন্মদিন উদযাপন করছেন রণবীর কাপুর (Ranbir Kapoor 40th birthday )৷ অভিনেতাকে ইতিমধ্য়েই শুভেচ্ছা জানিয়েছেন বলিউডের বিভিন্ন তারকারা (Ranbir Kapoor 40th birthday bash)৷ মা নীতু কাপুরও বুধবার সকালে শুভেচ্ছা জানিয়েছেন অভিনেতাকে ৷ এবার তাঁর প্রিয়তমকে শুভেচ্ছা জানালেন আলিয়াও ৷ বুধবার বিকেলে ইনস্টাগ্রামে রণবীরের জন্য় তাঁর একটি বিশেষ ছবি পোস্ট করেছেন আলিয়া ৷ জানালেন জন্মদিনের শুভেচ্ছা (Alia Bhatt wishes Ranbir Kapoor on 40th birthday) ৷
ছবিতে দেখা যায় বার্থ ডে সেলিব্রেশনে মেতেছেন রণবীর (Alia Bhatt wishes Ranbir Kapoor) ৷ চারিদিকে রয়েছে বেলুনের ভিড় আর অভিনেতা দর্শকদের যে দেওয়ালটি দেখার ইঙ্গিত দিয়েছেন তাতে লেখা রয়েছে, "সবচেয়ে বেশি খুশিতে ভরা 40 বছর ৷" ছবিটি শেয়ার করে আলিয়া এদিন লিখেছেন, "শুভ 40 (তম জন্মদিন) বেবি ৷"