পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Alia Wishes Ranbir: রণবীরের 40তম জন্মদিনে আবেগি পোস্ট আলিয়ার - Ranbir Kapoor birthday

আজ নিজের 40তম জন্মদিন উদযাপন করছেন রণবীর কাপুর (Ranbir Kapoor 40th birthday bash )৷ বুধবার বিকেলে ইনস্টাগ্রামে রণবীরের জন্য় তাঁর একটি বিশেষ ছবি পোস্ট করলেন আলিয়া ৷ জানালেন জন্মদিনের শুভেচ্ছা(Alia Bhatt wishes Ranbir Kapoor) ৷

Alia Wishes Ranbir
রণবীরের 40তম জন্মদিনে আবেগি পোস্ট আলিয়ার

By

Published : Sep 28, 2022, 8:29 PM IST

মুম্বই, 28 সেপ্টেম্বর: আজ নিজের 40তম জন্মদিন উদযাপন করছেন রণবীর কাপুর (Ranbir Kapoor 40th birthday )৷ অভিনেতাকে ইতিমধ্য়েই শুভেচ্ছা জানিয়েছেন বলিউডের বিভিন্ন তারকারা (Ranbir Kapoor 40th birthday bash)৷ মা নীতু কাপুরও বুধবার সকালে শুভেচ্ছা জানিয়েছেন অভিনেতাকে ৷ এবার তাঁর প্রিয়তমকে শুভেচ্ছা জানালেন আলিয়াও ৷ বুধবার বিকেলে ইনস্টাগ্রামে রণবীরের জন্য় তাঁর একটি বিশেষ ছবি পোস্ট করেছেন আলিয়া ৷ জানালেন জন্মদিনের শুভেচ্ছা (Alia Bhatt wishes Ranbir Kapoor on 40th birthday) ৷

ছবিতে দেখা যায় বার্থ ডে সেলিব্রেশনে মেতেছেন রণবীর (Alia Bhatt wishes Ranbir Kapoor) ৷ চারিদিকে রয়েছে বেলুনের ভিড় আর অভিনেতা দর্শকদের যে দেওয়ালটি দেখার ইঙ্গিত দিয়েছেন তাতে লেখা রয়েছে, "সবচেয়ে বেশি খুশিতে ভরা 40 বছর ৷" ছবিটি শেয়ার করে আলিয়া এদিন লিখেছেন, "শুভ 40 (তম জন্মদিন) বেবি ৷"

আলিয়া রণবীর শেষবার একসঙ্গে দেখা গিয়েছে অয়ন মুখোপাধ্যায়ের 'ব্রহ্মাস্ত্র' ছবিতে ৷ আজ অয়নও ট্রিবিউট জানিয়েছেন অভিনেতা রণবীর কাপুরকে ৷ এদিন 'ব্রহ্মাস্ত্র' ছবি থেকে শিবার একটি স্পেশাল ভিডিয়ো পোস্ট করেছেন তিনি ৷ প্রসঙ্গত যদিও সমালোচকদের কাছে তেমন গ্রহণযোগ্য় হয়নি রণবীর আলিয়ার এই ছবি ৷ তবে দর্শকরা কিন্তু বেশ ভালোই সাড়া দিয়েছেন এই ছবির জন্য় ৷

আরও পড়ুন:দেবকে দূরে ঠেলে বুম্বা দা র পোস্টারে চুম্বন রুক্মিণীর, দেখুন ভিডিয়ো

ফলত, সমস্ত ধরণের তর্ক বিতর্ক এড়িয়ে বেশ ভালোই আয় করতে সক্ষম হয়েছে এই ছবি ৷ সারা বিশ্ব জুড়ে 200 কোটিরও বেশি আয় করেছে এই ছবি ৷ এর আগে আলিয়ার 'গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি' এবং 'আরআরআর' সাফল্য পেলেও রণবীরের 'শামশেরা' তেমন সফল হতে পারেনি ৷ তবে তাঁদের জুটিকে বেশ ভালোবাসা দিয়েছেন দর্শকরা ৷

ABOUT THE AUTHOR

...view details