মুম্বই, 6 নভেম্বর: ভাট ও কাপুর বংশে এসেছে নতুন অতিথি ৷ আনন্দের জোয়ারে ভাসছে রণবীর কাপুর ও আলিয়া ভাটের (Alia Bhatt) পরিবার ৷ আলিয়া নিজে ইনস্টাগ্রামে খবর দিয়েছেন যে, তিনি কন্যাসন্তানের জন্ম দিয়েছেন (Pregnancy before Wedding)৷ 14 এপ্রিল বিবাহবন্ধনে আবদ্ধ হন রণলিয়া ৷ আর গত জুন মাসে তাঁরা ঘোষণা করেন যে, শিগগিরই তাঁদের কোলে আসছে সন্তান ৷ এরপরই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়ে নানা চর্চা, হিসেব-নিকেশ ৷ আর বিয়ের সাত মাসের মধ্যেই মাতৃত্বের স্বাদ পেলেন মহেশ ভাটের কন্যা ৷ তবে শুধু আলিয়া নন, সেলিব্রিটিদের মধ্যে বিয়ের আগেই গর্ভধারণের নজির আরও অনেকের রেখেছেন ৷ নেহা ধুপিয়া থেকে সারিকা, আর কারা রয়েছেন সেই তালিকায় ?
আলিয়া ভাট
14 এপ্রিল তাঁর প্রেমিক রণবীর কাপুরকে বিয়ে করেন আলিয়া ভাট ৷ 27 জুন তিনি মজার ছবি পোস্ট করে তাঁর অন্তঃসত্ত্বা হওয়ার কথা ঘোষণা করেন । আর বিয়ের সাত মাসের মধ্যে, 6 নভেম্বর একটি ফুটফুটে কন্যাসন্তানকে স্বাগত জানালেন রণলিয়া ৷ একটি বিবৃতিতে তিনি জানিয়েছেন যে, তাঁর কোলে এসেছে একটি ম্যাজিকাল কন্যা ৷
নেহা ধুপিয়া
নেহা ধুপিয়া (Neha Dhupia) 2018 সালের মে মাসে চুপিসাড়ে বিয়েটা সেরে ফেলে সবাইকে অবাক করে দিয়েছিলেন ৷ প্রায় এক মাস পর অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় তাঁর গর্ভধারণের কথা ঘোষণা করেন ৷ বিয়ের সময় তিন মাসের অন্তঃসত্ত্বা ছিলেন নেহা ।
নীনা গুপ্তা