মুম্বই, 16 মার্চ: বুধবার তিরিশের কোঠায় পা দিলেন বলিউডের ডার্লিং আলিয়া ভাট ৷ এবার সামনে এল তাঁর বার্থডে সেলিব্রেশনের কিছু ঝলক ৷ বৃহস্পতিবার নিজেই বেশ বড়সড় একটি চকোলেট কেকের সঙ্গে ছবি শেয়ার করলেন নায়িকা ৷ এমনিতে তিনি ডায়েট সচেতন। তার উপর মা হয়েছেন সদ্য। কিন্তু মা হিসেবে প্রথম জন্মদিনে ডায়েট এবং অন্য রুটিন ভুলে মেতে উঠলেন পরিবারের সঙ্গে ৷ তাঁকে এদিন দেখা গেল স্বামী রণবীর এবং মা সোনি রাজদানের সঙ্গে (Alia Bhatt Birthday Party Pics)৷
পরিবারের সঙ্গে ছবি শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, 'তিরিশ' ৷ এই ছোট্ট একটি শব্দই তাঁর অনুভূতি প্রকাশের জন্য় যথেষ্ট ছিল ৷ কেরিয়ারের শুরুটা মোটেই সহজ ছিল না ৷ বারবার নেপোটিজম নিয়ে নানা কথা শুনতে হয়েছে ৷ তাঁকে নিয়ে মিম এবং হাসি ঠাট্টাও কম হয়নি একটা সময়ে ৷ কিন্তু আলিয়া বুঝিয়ে দিয়েছেন দেওয়ালে পিঠ ঠেকলেও লড়াই ছাড়ার পাত্রী তিনি নন ৷ একের পর এক ছবিতে নিজেকে প্রমাণ করেছেন।