মুম্বই, 6 অগস্ট: মা হচ্ছেন ৷ অনুরাগীদের সুখবর শোনানোর পর একসঙ্গে আর ক্য়ামেরার সামনে দেখা যায়নি রণবীর কাপুর এবং আলিয়া ভাটকে ৷ অবশেষে শনিবার একসঙ্গে ক্যামেরাবন্দি হলেন এই পাওয়ার কাপল (Alia Bhatt Spotted with Ranbir Kapoor) ৷ গত জুন মাসে সন্তানসম্ভবা হওয়ার খবর অনুরাগীদের জানিয়েছিলেন আলিয়া ৷ ইতিমধ্য়েই অভিনেত্রীর শরীরে মাতৃত্বের লক্ষণ বেশ দৃশ্য়মান ৷
আলিয়া এবং রণবীরকে এদিন একসঙ্গে দেখা গিয়েছে মুম্বইতে ৷ অয়ন মুখোপাধ্যায় পরিচালিত 'ব্রহ্মাস্ত্র' ছবির একটির গানের প্রিভিউয়ের জন্য পরিচালকের সঙ্গেই এসেছিলেন এই তারকা দম্পতিও ৷ 'দেবা দেবা' নামক এই গানটি মুক্তি পেতে চলেছে আগামী 8 অগস্ট ৷ এই ছবিতেই প্রথমবার স্ক্রিনশেয়ার করতে চলেছেন রণলিয়া জুটি ৷ আলিয়াকে এদিন দেখা গিয়েছে সুন্দর বাদামী মিনি ড্রেসে ৷ অন্যদিকে রণবীর কাপুর সামনে এসেছেন কালো টি শার্ট এবং কালো ট্রাউজারে ৷