মুম্বই, 8 মে: মেট গালায় দুরন্ত পারফরম্যান্সের পর নতুন করে শিরোনামে আলিয়া ভাট ৷ পর্দার গঙ্গুবাঈয়ের মোহিনী লুক থেকে শুরু করে গ্ল্যামারাস চলনের জন্যই আলোচনার কারণ হন বারবার ৷ সংবাদমাধ্যম থেকে শুরু করে সামাজিক মাধ্যম- সর্বত্রই আলিয়ার উপস্থিতি চোখে পডার মতো। তবে এবার নায়িকা খবরের শিরোনামে উঠে এলেন সম্পূর্ণ অন্য কারণে ৷
পাপারাৎজিরা আজকাল প্রায় সর্বক্ষণই নায়িকাদের সঙ্গে সঙ্গে থাকেন ৷ বিমান বন্দর হোক কিম্বা অভিনেতা অভিনেত্রীদের বাড়ির সামনের চত্বর- কার্যত সেলেবদের বৃহত্তর পরিবারের একটা অংশ হয়ে উঠেছেন এই পাপারাৎজিরা ৷ তাঁদের দৌলতেই সামনে আসে সেলেবদের হালহকিকত ৷ এবার এমনই এক ক্যামেরাবাজের মায়ের সঙ্গে দেখা হল আলিয়ার ৷ এই হঠাৎ সাক্ষাতের পর যে গল্পের জন্ম হল তা মন কেড়েছে সকলের ৷
এক ক্যামেরাবাজের মাকে কাছে টেনে নিলেন আলিয়া । শুধু তাই নয়, ছোট্ট করে একটি নালিশও করতে ছাড়লেন না ৷ হালকা অভিযোগের সুরেই তিনি বলেন, "আপনার ছেলে আমাকে বড় বিরক্ত করে ৷" তবে হ্য়াঁ তার পরেই মায়ের কাছে ছেলের প্রশংসা করতেও ভোলেননি অভিনেত্রী ৷ তাঁর কথায়,"কিন্তু আপনার ছেলে কাজ সত্য়িই খুব ভালো করছে ৷ নিজের কাজে ওকে সেরা বলতেই হবে ৷" এদিন আলিয়াকে দেখা গেল একেবারে ক্য়াজুয়াল লুকে ৷ সাদা প্রিন্টেড টি শার্ট আর ক্যাজুয়াল ডেনিমে সকলের মন কাড়লেন নায়িকা ৷