পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Alia With Vicky-Katrina: ফ্রেমবন্দি ভিকি-ক্যাটরিনা-আলিয়া ! নেটিজেনদের মতে 'নিশ্চই রণবীরের নিন্দা করছে আলিয়া' - একফ্রেমে বন্দি ভিকি ক্যাটরিনা আলিয়া

মুম্বই বিমানবন্দরের লাউঞ্জে কথপোকথনে মেতে উঠলেন ভিকি কৌশল, ক্যাটরিনা কাইফ এবং আলিয়া ভাট ৷ তাঁদের একসঙ্গে দেখেই নেটিজেনরা বললেন, 'নিশ্চয়ই রণবীরের নামে নিন্দা করছেন আলিয়া ৷'

Alia With Vicky Katrina
বিমানবন্দরে একফ্রেমে বন্দি হলেন ভিকি ক্যাটরিনা আলিয়া

By

Published : Jun 16, 2023, 9:49 PM IST

মুম্বই, 16 জুন: বলি তারকাদের ভাইরাল ভিডিয়ো কোনও নতুন বিষয় নয় ৷ ভিকি কৌশল, ক্যাটরিনা কাইফ এবং আলিয়া ভাটকে এবার দেখা গেল ফ্রেমবন্দি হতে ৷ আদতে মুম্বই বিমানবন্দরে লাউঞ্জ থেকে সম্প্রতি ভাইরাল হয়েছে একটি ভিডিয়ো যেখানে একসঙ্গে বসে থাকতে দেখা গিয়েছে এই তিন তারকাকে ৷ অন্য একটি ভাই ভাইরাল ভিডিয়োতে এও দেখা গিয়েছে লাউঞ্জে ঢোকার সময় ভিকিকে আলিঙ্গনও করেন আলিয়া ৷ এরপর লাউঞ্জে একসঙ্গে বসে বেশ কিছুক্ষণ আড্ডা দিতে দেখা যায় তাঁদের ৷

স্বাভাবিকভাবেই দূর থেকে তোলা এই ভিডিয়োতে কিছুই বোঝা যায়নি কোন বিষয়ে কথপোকথন করলেন তাঁরা ৷ তবে কথা শানা যায়নি তো তাতে কি এসে যায়! প্রতিভাধর ফ্য়ানেরা তাঁদের মতো করেই কথা বসিয়ে নিয়েছেন এই তারকাদের মুখে ৷ কারও দাবি, নিশ্চয়ই 'রণবীরের নামে নিন্দা করছেন আলিয়া ৷' আবার কারও কথায়, 'ক্যাটরিনাই আলিয়াকে বলছেন, কি রণবীর কেমন আছে?'

কিছু দিন আগেই আলিয়া করণের একটি শোয়ে জানিয়েছিলেন তাঁর সঙ্গে ক্যাটরিনার সম্পর্ক বেশ ভালো ৷ একই ঝলক দেখা মুম্বই বিমানবন্দরেও ৷ দু'জনেই রীতিমতো মেতে উঠলেন গল্প নিয়ে ৷ আদতে নেটফ্লিক্সের সাও পাউলোর 'তুডুম 2023' ইভেন্টের জন্য় সাওপাউলোর উদ্দেশ্যে রওনা দিলেন আলিয়া ৷ এই ইভেন্টে দেখা যাবে শাহরুখ কন্য়া সুহানা খান, খুশি কাপুর এবং অন্য়দেরও ৷ অন্য়দিকে ভিকি-ক্যাটরিনা একসঙ্গে কোথায় রওনা দিলেন তা অবশ্য় জানা যায়নি ৷
আরও পড়ুন:হাজারো সম্মান, কিছু বিতর্কও ! পর্দায় মিঠুন মানেই ম্যাজিক

নেটফ্লিক্সের হাত ধরেই তাঁর হলিউড অভিষেক করতে চলেছেন আলিয়া ভাট ৷ আগামীতে তাঁকে দেখা যাবে হলিউড প্রজেক্ট 'দ্য হার্ট অফ স্টোন' ৷ এই প্রজেক্টে তিনি স্ক্রিন শেয়ার করতে চলেছেন গ্যাল গ্যাডটের সঙ্গে ৷ অন্য়দিকে ক্যাটরিনা কাইফের সঙ্গেও আগামী স্ক্রিনশেয়ার করতে চলেছেন আলিয়া ৷ তাঁদের এই প্রজেক্টটির পরিচালনা করবেন জোয়া আখতার ৷ 'জি লে জারা' নামক এই ছবিতে দেখা যাবে প্রিয়াঙ্কা চোপড়াকেও ৷

ABOUT THE AUTHOR

...view details