পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Alia Flaunts Her Baby Bump: ডার্লিংস-এর প্রচারে সামনে এল আলিয়ার 'বেবি বাম্প' - Alia Bhatt Baby Bump

প্রথমবার সামনে এল আলিয়ার বেবি বাম্পের ছবি (Alia Bhatt Baby Bump)৷ আলিয়া ভাট সম্প্রতি উপস্থিত হয়েছিলেন তাঁর ছবি ডার্লিংস-এর প্রচার অনুষ্ঠানে ৷

Alia Flaunts Her Baby Bump
প্রথমবার সামনে এল আলিয়ার বেবি বাম্পের ছবি

By

Published : Jul 21, 2022, 9:10 PM IST

Updated : Jul 21, 2022, 10:34 PM IST

মুম্বই, 21 জুলাই:আলিয়া ভাট তাঁর চলচ্চিত্রের পাশাপাশি শিরোনামে রয়েছেন তাঁর ব্যক্তি জীবন নিয়েও ৷ কারণ খুব শীঘ্রই মা হতে চলেছেন এই বলি অভিনেত্রী ৷ ভক্তদের গত 27 জুন এই খবর দিয়েছিলেন পর্দার গঙ্গুবাঈ ৷ আর তারপর থেকেই চর্চার কেন্দ্রবিন্দুতে ৷ এরই মাঝে নিজের প্রথম হলিউডি ছবিতে কাজও করে ফেলেছেন আলিয়া ৷ আবার নেটফ্লিক্সেও খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে তাঁর নতুন ছবি 'ডার্লিংস' ৷

এরই মাঝে 19 জুলাই ছবির প্রমোশনের একটি অনুষ্ঠানে পৌঁছন আলিয়া ৷ সেখান থেকেই ভাইরাল হয়েছে আলিয়ার বেশকিছু ছবি ৷ ছবিগুলিতে স্পষ্টই দৃশ্যমান অভিনেত্রীর 'বেবি বাম্প' (Alia Bhatt Baby Bump)৷ তাঁর চোখে মুখেও পরিতৃপ্তির ছাপ ৷ গর্ভাবস্থার খবর আসার পরেও কিন্তু নিজের কাজটি মনোযোগ দিয়েই করে চলেছেন আলিয়া সেখানে অভিনেত্রী নিজেকে কোনও ছুটি দেননি ৷ সম্প্রতি হলিউড ছবি 'হার্ট অব স্টোন'-এর শ্যুটিং শেষ করে দেশে ফিরেছেন রণবীর পত্নী ৷ আবার ডার্লিংস-এর প্রচার নিয়েও সমানভাবে মেতে উঠলেন তিনি ৷

আরও পড়ুন:ভরপুর রোম্যান্স অ্যাকশনে বাজিমাত বিজয় অনন্যার, সামনে এল 'লাইগার' এর ট্রেলার

তাঁকে এদিন দেখা গেল সুন্দর ফ্লোরাল মিনি ড্রেসে ৷ বিভিন্ন সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী তাঁর এই ড্রেসের দাম প্রায় 82 হাজার টাকা ৷ আলিয়ার সঙ্গে ছবিতে ছিলেন অভিনেতা বিজয় বর্মাও ৷ মুম্বই শহরের ওপরে ভিত্তি করেই তৈরি হয়েছে 'ডার্লিংস'-এর কাহিনী ৷ গল্প গড়ে উঠেছে এক মা এবং মেয়েকে কেন্দ্র করে ৷ বিশাল শহরে সমস্ত প্রতিকূলতার মধ্যে যাঁরা নিজের জায়গা খুঁজে নেওয়ার চেষ্টায় রত ৷ আলিয়ার সঙ্গে স্ক্রিনশেয়ার করবেন শেফালি শাহ এবং রোশন ম্যাথিউও ।

Last Updated : Jul 21, 2022, 10:34 PM IST

ABOUT THE AUTHOR

...view details