মুম্বই, 21 জুলাই:আলিয়া ভাট তাঁর চলচ্চিত্রের পাশাপাশি শিরোনামে রয়েছেন তাঁর ব্যক্তি জীবন নিয়েও ৷ কারণ খুব শীঘ্রই মা হতে চলেছেন এই বলি অভিনেত্রী ৷ ভক্তদের গত 27 জুন এই খবর দিয়েছিলেন পর্দার গঙ্গুবাঈ ৷ আর তারপর থেকেই চর্চার কেন্দ্রবিন্দুতে ৷ এরই মাঝে নিজের প্রথম হলিউডি ছবিতে কাজও করে ফেলেছেন আলিয়া ৷ আবার নেটফ্লিক্সেও খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে তাঁর নতুন ছবি 'ডার্লিংস' ৷
এরই মাঝে 19 জুলাই ছবির প্রমোশনের একটি অনুষ্ঠানে পৌঁছন আলিয়া ৷ সেখান থেকেই ভাইরাল হয়েছে আলিয়ার বেশকিছু ছবি ৷ ছবিগুলিতে স্পষ্টই দৃশ্যমান অভিনেত্রীর 'বেবি বাম্প' (Alia Bhatt Baby Bump)৷ তাঁর চোখে মুখেও পরিতৃপ্তির ছাপ ৷ গর্ভাবস্থার খবর আসার পরেও কিন্তু নিজের কাজটি মনোযোগ দিয়েই করে চলেছেন আলিয়া সেখানে অভিনেত্রী নিজেকে কোনও ছুটি দেননি ৷ সম্প্রতি হলিউড ছবি 'হার্ট অব স্টোন'-এর শ্যুটিং শেষ করে দেশে ফিরেছেন রণবীর পত্নী ৷ আবার ডার্লিংস-এর প্রচার নিয়েও সমানভাবে মেতে উঠলেন তিনি ৷