পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Alia Bhatt Hollywood Debut : হলিউডে নতুন ছবির শ্য়ুটিংয়ের জন্য যাত্রা শুরু আলিয়ার - alia bhatt feels like newcomer as she jests off for hollywood debut see pic

'হার্ট অফ স্টোন'-এর শ্যুটিং শুরুর জন্য় একেবারে প্রস্তুত আলিয়া ভাট ৷ বৃহস্পতিবার মুম্বই থেকে বিমান যাত্রা শুরু করলেন অভিনেত্রী (Alia Bhatt Jests Off For Hollywood Debut) ৷

Alia Bhatt Hollywood Debut
হলিউডে নতুন ছবির শ্য়ুটিংয়ের জন্য যাত্রা শুরু আলিয়ার

By

Published : May 19, 2022, 12:33 PM IST

মুম্বই, 19 মে :বলি সুন্দরী আলিয়া ভাট এবার তাঁর কেরিয়ারের একটি নতুন পর্ব শুরু করতে প্রস্তুত ৷ এবার পর্দার গাঙ্গুবাঈ শুরু করতে চলেছেন তাঁর হলিউড অধ্যায় ৷ বৃহস্পতিবার ইনস্টাগ্রামে তিনি জানিয়েছেন নতুন হলিউডি ছবি 'হার্ট অফ স্টোন'-এর শ্যুটিং শুরুর জন্য় একেবারে প্রস্তুত তিনি ৷ মুম্বই থেকে বিমান যাত্রা শুরু করার পর পরই এই পোস্ট করেছেন তিনি (Alia Bhatt Jests Off For Hollywood Debut) ৷

বিমান থেকেই একটি ছবি শেয়ার করে তিনি লেখেন, " আমি আমার প্রথম হলিউড ফিল্ম শ্যুট করতে যাচ্ছি ! আবারও একজন নিউ কামারের মতো অনুভব করছি - খুব নার্ভাস! আমাকে শুভকামনা জানান ৷" নিজের শেষ ছবি 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি'-র জন্য় যথেষ্ট প্রশংসা কুড়িয়েছেন আলিয়া ৷ এবার হলিউডেও তিনি একইরকম প্রশংসা কুড়োতে পারেন কি না সেদিকেই নজর থাকবে সকলের ৷

আরও পড়ুন: বয়স নাকি 48 ? এখনও রেড কার্পেটে ঝড় তোলার ফর্মুলা ভালই জানেন ঐশ্বর্য

এ খবর আগেই সামনে এসেছিল যে আলিয়া এবার হলিউডে অভিষেক করতে চলেছেন নেটফ্লিক্সের নতুন ছবি 'হার্ট অফ স্টোন'-এর হাত ধরে ৷ ছবিতে গ্যাল গ্যাডটের সঙ্গে স্ক্রিনশেয়ার করতে চলেছেন তিনি ৷ ছবিটি তৈরি হয়েছে ব়্যাচেল স্টোনের গল্পকে কেন্দ্রে রেখে ৷ যিনি একজন ইন্টিলিজেন্স অপারেটিভ ৷ 'হার্ট অফ স্টোন' পরিচালনা করেছেন টম হার্পার।

ABOUT THE AUTHOR

...view details