হায়দরাবাদ, 24 নভেম্বর: বৃহস্পতিবার সোশাল মিডিয়ায় ঝড় তুলেছে রণবীর কাপুরের অ্যানিম্যালে ট্রেলার ৷ দুর্ধর্ষ স্ক্রিনপ্লে, সংলাপ ও রণবীরের অ্যাটিটিউড তাক লাগিয়েছে দর্শকদের ৷ তবে শুধু দর্শক নয়, মুগ্ধ হয়েছেন রণবীরের স্ত্রী অভিনেত্রী আলিয়া ভাট, মা নীতু কাপুর, করীনা কাপুর খান, প্রভাসের মতো তাবড় তারকারাও ৷
আলিয়া ভাট ছবির ট্রেলার শেয়ার করে লিখেছেন, "পুরো ক্যাপশন লেখার মতো সময় নেই ৷ প্রচণ্ড ব্যস্ত ৷ এই নিয়ে 7 হাজার বার ট্রেলারটা দেখতে ব্যস্ত ছিলাম ৷ পুরো পাগল করে দেওয়ার মতো ট্রেলার ৷ আমাকে এই ছবিটা দেখতেই হবে ৷ ঠিক যেমন এখন এতবার ট্রেলার দেখছি ৷ প্রেক্ষাগৃহে পয়াল ডিসেম্বর আগুন লাগাতে চলেছে অ্যানিম্যাল ৷"
অভিনেত্রী নীতু কাপুর ছেলে রণবীরের এই রূপ দেখে অবাক হয়েছেন ৷ এতদিন রোম্যান্টিক হিরোর তকমা জুড়ে ছিল রণবীরের কেরিয়ারে ৷ এবার গ্যাংস্টারের ভূমিকায় রণবীরের অসাধারণ লুকস দেখে অবাক সকলেই ৷ মা নীতু কাপুর লিখেছেন, "ট্রেলার দেখে লোম খাঁড়া হয়ে গেল ৷"
অভিনেত্রী করিনা কাপুর খান ইনস্টাগ্রাম স্টোরিতে সুখ্যাতি করেছেন রণবীরের ৷ তিনি লিখেছেন, "'ট্রেলারে নজর কেড়েছেন রণবীর কাপুর ও আমার পছন্দের অনিল কাপুর ৷ অ্যানিম্যাল ছবির পুরো টিমকে অভিনন্দন ৷ অভিনন্দন ববি দেওলকে, রশ্মিকা মন্দানা ও সন্দীপ রেড্ডি ভাংগাকেও ৷"
ট্রেলারের প্রশংসা করেছেন দক্ষিণী তারকা প্রভাস ও অর্জুন কাপুরও ৷ প্রভাস ইন্সটাস্টোরিতে লিখেছেন, "কী অসাধারণ ট্রেলার ! এক্সট্রাঅর্ডিনারি.. মেন্টাল... অভিনন্দন ৷ অ্যানিম্যাল দেখার অপেক্ষায় রইলাম ৷"