পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Sky Force Movie Announce: গান্ধি-শাস্ত্রী জয়ন্তীতে নতুন ছবির ঘোষণা অক্ষয়ের, চমক দিলেন ভিডিয়োতে - বীর পাহাড়িয়া

মহত্মা গান্ধি ও লাল বাহাদুর শাস্ত্রীর জন্মজয়ন্তীতে নতুন ছবির ঘোষণা করলেন অভিনেতা অক্ষয় কুমার ৷ সামাজিক মাধ্যমে পোস্ট করে জানালেন আগামী ছবি মুক্তির তারিখও ৷ 2024 সালে 2 অক্টোবর মুক্তি পাবে ভারতের প্রথম এয়ার স্ট্রাইক নিয়ে তৈরি ছবি 'স্কাই ফোর্স' ৷

Etv Bharat
নতুন ছবির ঘোষণা করলেন অক্ষয় কুমার

By ETV Bharat Bangla Team

Published : Oct 2, 2023, 11:03 AM IST

হায়দরাবাদ, 2 অক্টোবর: গান্ধি ও শাস্ত্রী জয়ন্তীতে নতুন ছবির ঘোষণা করলেন অভিনেতা অক্ষয় কুমার ৷ সোশাল মিডিয়ায় শেয়ার করলেন 'স্কাই ফোর্স' ছবির প্রি-ভিউ ভিডিয়ো ৷ আর সেই সূত্রে ভারত-পাকিস্তানের যুদ্ধের প্রেক্ষাপট আরও একবার সিনেমার পর্দায় ৷

সোমবার সকালে খুশির খবর শেয়ার করে অভিনেতা লিখেছেন, "আজ গান্ধি-শাস্ত্রী জয়ন্তীর দিন দেশের প্রতিটা কোণ থেকে আওয়াজ উঠেছে- জয় জওয়ান, জয় কিষাণ, জয় বিজ্ঞান, জয় অনুসন্ধান ৷ এর থেকে ভালো আর কোনও দিন হতে পারে না ৷ আসতে চলেছে আগামী ছবি স্কাই ফোর্স ৷ পাকিস্তানের বিরুদ্ধে ভারতের প্রথম ও ভয়ঙ্কর এয়ার স্ট্রাইক যুদ্ধের কাহিনী জানতে পারবে দেশবাসী ৷ দয়া করে সকলে ভালোবাসা দেবেন ৷ ছবি মুক্তি পাবে 2024-এর 2 অক্টোবর ৷ জয় হিন্দ, জয় ভারত ৷" পাশাপাশি, প্রথমবার বলিউড ইন্ডাষ্ট্রিতে পা রাখছেন বিজনেসম্যান সঞ্জয় পাহাড়িয়ার ছেলে বীর পাহাড়িয়া ৷

এই ছবির হাত ধরেই পরিচালনার জগতে পা রাখছেন সন্দীপ কিউলানি ও অভিষেক কাপুর ৷ এর আগে সন্দীপ অভিনেতা অজয় দেবগণের 'রানওয়ে 34' ও 'ভোলা' ছবির স্ক্রিনপ্লে লিখেছেন ৷ অন্যদিকে, অভিষেকের বলিউড ইন্ডাষ্ট্রিতে রয়েছে 13 বছরের অভিজ্ঞতা ৷ তিনি নিতেশ তিওয়ারি, অশ্বিনী আইয়ার তিওয়ারি, রাজ অ্যান্ড ডিকে, অমর কৌশিক ও লক্ষ্ণণ উতেকরের মতো পরিচালকের সঙ্গে সহযোগী হিসাবে কাজ করেছেন ৷ স্কাই ফোর্স ছবি প্রযোজনায় দীনেশ ভিজন, জ্যোতি দেশপাণ্ডে ও অমর কৌশিক ৷

আরও পড়ুন: স্বাধীনতার সাত দশক পরও প্রাসঙ্গিক 'গান্ধিগিরি', পথ দেখায় সেলুলয়েড

উল্লেখ্য, 6 অক্টোবর মুক্তির অপেক্ষায় রয়েছে অক্ষয় কুমার ও পরিণীতি চোপড়া অভিনীত 'মিশন রানিগঞ্জ' ৷ 1989 সালের 13 নভেম্বর রানিগঞ্জের কয়লাখনিতে আচমকা জল ঢুকে পড়ায় বেশ কিছু শ্রমিকের মৃত্যু হয় ৷ খনির ভিতর আটকে পড়েন আরও অনেক শ্রমিক ৷ তাঁদেরকে উদ্ধার করতে ত্রাতা হিসাবে উপস্থিত হয়েছিলেন যশবন্ত সিং গিল ৷ সেই চরিত্রেই দেখা যাবে অক্ষয় কুমারকে ৷

ABOUT THE AUTHOR

...view details