পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Akshay Kumar: সেট থেকে ভাইরাল অ্যাকশন দৃশ্য, অক্ষয়ের নতুন ছবির শুটিং ভিডিয়ো ফাঁস? - Akshay Film Sky Force

সারা আলি খান, অক্ষয় কুমারের নতুন ছবি 'স্কাই ফোর্স' নিয়ে আগ্রহ এখন তুঙ্গে ৷ এরই মাঝেই ছবির সেট থেকে ভাইরাল হল ভিডিয়ো ৷ এমনটাই দাবি নেটপাড়ার ৷

Akshay Kumar
অক্ষয়ের ছবির শুটিংয়ের দৃশ্য় ভাইরাল সোশালে

By ETV Bharat Bangla Team

Published : Aug 26, 2023, 7:27 PM IST

Updated : Aug 27, 2023, 9:06 AM IST

হায়দরাবাদ, 26 অগস্ট:'ওএমজি 2' ছবির হাত ধরে বেশ কিছুটা সময় পর আবার সাফল্যের সরণিতে ফিরেছেন অক্ষয় কুমার ৷ পরপর বেশ কয়েকটি ছবি ব্যর্থ হয়েছিল তাঁর ৷ অবশেষে পরিচালক অমিত রাইয়ের প্রতি ভরসা রেখে আবারও ঘুরে দাঁড়ালেন বলিউডের 'খিলাড়ি' ৷ এরই মধ্যে তাঁর নতুন ছবি 'স্কাই ফোর্স'-এর শুটিংও সারছেন অভিনেতা ৷ কাজের জন্য় এই মুহূর্তে তিনি রয়েছেন লখনউয়ে ৷ এরই মাঝে অক্ষয়ের বেশ কয়েকটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশালে ৷ তার মধ্যে একটি ভিডিয়োকে অক্ষয়ের নতুন ছবির শুটিংয়ের ঝলক বলেই দাবি করছে নেটপাড়ার একাংশ ৷

লখনউ থেকে অক্ষয়ের বেশ কয়েকটি ভিডিয়ো ইতিমধ্য়েই ঘুরছে সোশালে ৷ তার একটিতে দেখা যাচ্ছে হেলিকপ্টার থেকে নেমে অনুরাগীদের উদ্দেশে হাত নাড়ছেন অক্ষয় ৷ সঙ্গে রয়েছেন টিমের অন্য়ান্য় সদস্যরাও ৷ আরেকটি ছোট্ট ভিডিয়ো ক্লিপে দেখা গিয়েছে একটি বিস্ফোরণের দৃশ্য় ৷ এই ভিডিয়ো ক্লিপটিকেই ছবির শুটিংয়ের দৃশ্য় বলে দাবি করছে নেটপাড়ার একাংশ ৷

ঠিক কী দেখা যাচ্ছে ভিডিয়োটিতে? ভিডিয়োটিতে দেখা যায়, রাস্তা দিয়ে ছুটে আসছেন এক ব্যক্তি ৷ আর বলিউডি সিনেমার নিয়ম মেনে তাঁর আশেপাশে কিছু বোমা বিস্ফোরণ ঘটানো হচ্ছে ৷ কয়েক সেকেন্ড দীর্ঘ এই ক্লিপিংসটির শুট হয়েছে সীতাপুরে ৷ এমনটাই দাবি করা হয়েছে সোশাল মিডিয়ায় ৷ যদিও ভিডিয়ো ক্লিপিংয়ে বিস্ফোরণ এড়িয়ে ছুটতে থাকা মানুষটি অক্ষয় কি না, তা স্পষ্ট হয়নি ৷

আরও পড়ুন:সানি অক্ষয়ের সঙ্গে বক্স অফিসে দাপুটে লড়াই, প্রথমদিন নিরাশ করল না আয়ুষ্মানের 'ড্রিম গার্ল 2'

অক্ষয়ের এই অ্যাকশন-প্য়াকড ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন সন্দীপ কেউলানি এবং অভিষেক কাপুর ৷ আর অন্যদিকে ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছে জিও স্টুডিয়োস এবং দীনেশ ভিজানের ম্যাডক ফিল্মস ৷ ছবিতে অক্ষয় স্ক্রিনশেয়ার করতে চলেছেন সারা আলি খান এবং নিমরাত কৌরের সঙ্গে ৷ একই এই ছবিতে থাকছেন বীর পাহাড়িয়াও ৷ এই অভিনেতার সঙ্গে সারার সম্পর্ক নিয়ে একসময় তুঙ্গে উঠেছিল জল্পনা ৷

Last Updated : Aug 27, 2023, 9:06 AM IST

ABOUT THE AUTHOR

...view details