মুম্বই, 16 জুন :এবছর বক্স অফিসে পরপর লোকসান সহ্য করতে হচ্ছে অক্ষয় কুমারের একের পর এক ছবিকে ৷ একদিকে যেমন মুখ থুবড়ে পড়েছিল 'বচ্চন পাণ্ডে' তেমনই প্রেক্ষাগৃহে তেমন সফলতা পাচ্ছে না তাঁর সদ্য মু্ক্তি পাওয়া ছবি 'সম্রাট পৃথ্বীরাজ'-ও ৷ রিপোর্ট অনুযায়ী এখনও পর্যন্ত 100 কোটির ক্লাবেও ঢুকতে পারেনি এই ছবি ৷ এবার নিজের নতুন ছবির ঘোষণা করলেন অক্ষয় কুমার ৷ তাঁর নতুন ছবির নাম 'রক্ষা বন্ধন' ৷ এই ছবি মুক্তি পেতে চলেছে আমির খানের বহু প্রতিক্ষীত ছবি 'লাল সিং চাড্ডা'-র সঙ্গেই ৷ অর্থাৎ দু'টি ছবিই পর্দায় আসবে 11 অগস্ট (Raksha Bandhan and Laal Singh Chaddha will Clash at Box Office )৷
তাই এখন বক্স অফিসে একটি বিগ ব্যাটেল দেখার আশায় বসে রয়েছেন সকলেই ৷ এর আগে একইদিনে রিলিজ করেছিল কঙ্গনা রানাওয়াতের 'ধাকড়' এবং কার্তিক আরিয়ানের 'ভুল ভুলাইয়া 2' ৷ কঙ্গনার ছবির হাল যে কী হয়েছিল তা সকলেই জানেন ৷ এমনকী অক্ষয়ের 'বচ্চন পাণ্ডে'-ও ধাক্কা খেয়েছিল 'দ্য কাশ্মীর ফাইলস'-এর জনপ্রিয়তার জেরে ৷ কার্যত বেশ কিছু সময় ধরেই বক্স অফিসে তেমন সফল হয়নি তাঁর ছবি ৷ 'বচ্চন পাণ্ডে'-র আগে 'বেলবটম'-ও সেভাবে দর্শকমনে জায়গা করে নিতে পারেনি ৷