হায়দরাবাদ, 7 অক্টোবর: উইকএন্ড মানেই ছুটি, উইকএন্ড মানেই বিনোদনের রসদ খুঁজে নেওয়া ৷ দর্শকদের মনোরঞ্জনের জন্য তাই সিনেপর্দায় হাজির একসঙ্গে দুটি ছবি অক্ষয় কুমারের 'মিশন রানিগঞ্জ- দ্য গ্রেট ভারত রেসকিউ' ও ভূমি পেডনেকর অভিনীত 'থ্যাংক ইউ ফর কামিং' ৷ 6 অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তির পর অক্ষয় কুমার বক্সঅফিস কালেকশনে ধীর গতিতে শুরু হলেও অনেকটাই পিছিয়ে রয়েছে ভূমির ছবি ৷
বক্সঅফিসে অপশন থাকলে দ্বন্দ্ব অনিবার্য ৷ সেটা হয়েছে অক্ষয় কুমার ও ভূমি পেড়নেকরের ছবি মুক্তিকে ঘিরে ৷ ওএমজি 2 ছবির সাফল্যের পর অক্ষয় কুমারের এই ছবি ঘিরে দর্শকদের মধ্যে উৎসাহ ছিল ৷ কারণ এই ছবির প্রেক্ষাপট তৈরি হয়েছে সত্য ঘটনা অবলম্বনে ৷ আসানসোলের রানিগঞ্জের কয়লাখনির দুর্ঘটনা এই ছবির প্রেক্ষাপট ৷ ইন্ডাস্ট্রি ট্রেকার স্যাকনিল্ক জানিয়েছিল, অক্ষয় কুমারের ছবি মুক্তির প্রথম দিনে ঘরে তুলতে পারে 3.50 কোটি টাকা ৷
কিন্তু টিনু সুরেশ দেশাই পরিচালিত ছবির প্রথম দিন বক্সঅফিস কালেকশন দাঁড়িয়েছে 2.8 কোটি টাকা ৷ উইকএন্ড শুরু হওয়ায় আশা করা হচ্ছে এবার ছবির বক্সঅফিস কালেশন কিছুটা ভালো হবে ৷ দ্বিতীয় দিনে ছবির কালেকশন হতে পারে 4 কোটির কাছাকাছি ৷ এখনও পর্যন্ত মনে করা হচ্ছে, দ্বিতীয় দিনের পর ভারতীয় বক্সঅফিসে এই ছবির কালেকশন মোট হতে পারে 6.30 কোটি টাকা ৷
আরও পড়ুন: নয়াদিল্লির বাড়িতে প্রবেশ নবদম্পতি পরিণীতি-রাঘবের, ভিডিয়ো দেখে আপ্লুত নেটিজেনরা
অন্যদিকে, ভূমি পেডনেকরের 'থ্যাংক ইউ ফর কামিং' খুব একটা ভালো শুরু করেনি ৷ সেক্স কমেডির মোড়কে সোশাল ট্যাবু ভাঙতে চেয়েছে এই ছবি ৷ কিন্তু দর্শকদের টানতে এখন পর্যন্ত ব্যর্থ ৷ তবে নেটিজেনরা এই ছবির রিভিউ ভালো দিলেও বক্সঅফিস বলছে ছবির কালেকশন প্রথমদিনে মাত্র 80 লক্ষ টাকা ৷ আর দ্বিতীয় দিনে এই ছবির ঘরে আসতে পারে 96 লক্ষ টাকার মতো ৷ সেই অর্থে ছবির মোট কালেকশন হতে পারে দ্বিতীয় দিনে 1.76 কোটি টাকা ৷ এবার দেখা যাক, শনিবার সারাদিন ও রবিবার ছুটির দিন ধরে এই দুটি ছবি বক্স অফিসে কতটা আয় করতে পারে ৷