পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Akshay Kumar Welcome 3: জন্মদিনে জঙ্গলে 'ওয়েলকাম' করতে হাজির অক্ষয় - Akshay Kumar Welcome 3

Akshay Kumar New Film Announcement: 56তম জন্মদিনে অনুরাগীদের জন্য় বড় উপহার নিয়ে হাজির অক্ষয় কুমার ৷ সামনে এল তাঁর নতুন ছবি 'ওয়েলকাম টু জঙ্গল'-এর মুক্তির তারিখ ৷

Akshay Kumar Welcome 3
আগামী বছর ডিসেম্বরে আসছে অক্ষয়ের ওয়েলকাম 3

By ETV Bharat Bangla Team

Published : Sep 9, 2023, 3:15 PM IST

হায়দরাবাদ, 9 সেপ্টেম্বর:'ও মাই গড 2' ছবির বিপুল সাফল্য ফের একবার হারানো সিংহাসন ফিরিয়ে দিয়েছে অক্ষয় কুমারকে ৷ আর এবার 56তম জন্মদিনে আরও একটি জনপ্রিয় ছবির সিক্যুয়ালের খবর নিয়ে হাজির হলেন অক্ষয় কুমার ৷ ছবির নাম 'ওয়েলকাম টু জঙ্গল' যা 'ওয়েলকাম' ছবির তৃতীয় পর্ব বলেই বেশি পরিচিত ৷ কয়েক দিন আগেই মুক্তি পেয়েছিল তাঁর 'মিশন রানিগঞ্জ: দ্য গ্রেট ভারত রেসকিউ' ছবির টিজার ৷ আর জন্মদিনে 'ওয়েলকাম টু জঙ্গল' ছবিরও প্রথম ঝলক নিয়ে হাজির হলেন অক্ষয় ৷

ভিডিয়োটি শেয়ার করে অক্ষয় এদিন লেখেন, "জন্মদিনে নিজেকে একটা উপহার দিলাম আর আপনাদের সকলকেও ৷ যদি আপনাদের পছন্দ হয় আর আপনারা ধন্য়বাদ জানান ৷ তাহলে আমি একটাই কথা বলব ওয়েলকাম(3) ৷" প্রথম দু'টি পর্ব রীতিমতো জনপ্রিয় হওয়ার পর এই সিরিজের তৃতীয় পর্ব নিয়ে হাজির হতে চলেছেন নির্মাতারা ৷ ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছেন জ্যোতি দেশপাণ্ডে এবং সাজিদ এ নাদিয়াওয়ালা ৷ আর ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন আহমেদ খান ৷

আগেই উড়ো খবর শোনা গিয়েছিল এবার অনিল কাপুর এবং নানা পাটেকরকে দেখা যাবে না ৷ তাঁদের বদলে আসতে চলেছেন আরশাদ ওয়ারসি এবং সঞ্জয় দত্ত ৷ ছবির প্রথম ঝলক সামনে আসতেই বোঝা গেল এই তথ্য একদম ঠিক ৷ সঙ্গে দেখা গেল একঝাঁক তারকাকে ৷ ছবিতে রয়েছেন অক্ষয় কুমার, সুনীল শেট্টি, পরেশ রাওয়াল, জনি লিভার, রাজপাল যাদব, তুষার কাপুর, শ্রেয়াস তালপাড়ে, কৃষ্ণা অভিষেক, কিকু শারদা, মিকা সিং, রবিনা ট্যান্ডন, লারা দত্ত, জ্যাকলিন ফার্নান্দেজ এবং দিশা পাটানি ৷

আরও পড়ুন:প্রকাশ্যে 'দ্য ভ্যাকসিন ওয়ার' ছবির ফার্স্ট লুক, নতুন অবতারে হাজির রাইমা

আগামী বছর 20 ডিসেম্বর মুক্তি পেতে চলেছে এই ছবি ৷ 'ওয়েলকাম 3' ছবি ছাড়াও আরও বেশ কয়েকটি ছবির সিক্যুয়েল নিয়ে আগামী বছর হাজির হতে চলেছেন অক্ষয় ৷ তার মধ্যে রয়েছে 'হেরাফেরি 3' এবং 'হাউসফুল 5'-এর মতো ছবিও ৷

ABOUT THE AUTHOR

...view details