হায়দরাবাদ, 5 মে:পর্দায় একসঙ্গেটাইগার শ্রফ এবং অক্ষয় কুমার ৷ 'অ্যাকশন এন্টারটেইনার' অনুরাগীদের জন্য এর চেয়ে পয়সাওসুল কাহিনি আর কিই বা হতে পারে ৷ ঠিক এটাই ঘটতে চলেছে আলি আব্বাস পরিচালিত 'বড়ে মিঞাঁ ছোটে মিঞাঁ' ছবিতে ৷ 'সুলতান' এবং 'ভারত'-এর পর 'বড়ে মিঞাঁ ছোটে মিঞাঁ' হল আলি আব্বাসের তৃতীয় ছবি যা আগামী বছর ঈদে মুক্তি পেতে চলেছে ৷ শুক্রবার এমনটাই ঘোষণা করলেন অক্ষয় কুমার ৷
শুক্রবার তাঁর এবং টাইগারের একটি ছবি শেয়ার করে অক্ষয় লেখেন, "আগামী বছর ঈদে আপনাদের সঙ্গে প্রেক্ষাগৃহে দেখা হবে ৷" ছবিতে অ্যান্টাগনিস্ট হিসাবে দেখা যাবে দক্ষিণী স্টার পৃথ্বীরাজ সুকুমারণ ৷ এর আগে সলমনের 'সুলতান' পর্দায় এসেছিল ঈদে ৷ সেই ছবিকে দর্শক ভালোবাসায় ভরিয়ে দিয়েছিলেন ৷ যদিও এবারও 'কিসি কা ভাই কিসি কি জান' ঈদ উপলক্ষেই 21 এপ্রিল মুক্তি পেয়েছিল প্রেক্ষাগৃহে ৷ কিন্তু সেই ছবি আবার ততখানি ভালো আয় করতে পারেনি ৷ এবার আলি আব্বাসের এই নতুন ছবি 'বড়ে মিঞাঁ ছোটে মিঞাঁ' কেমন সাফল্য় পায় সেটাই দেখার ৷