পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Akshay Kumar: 'ভালোবাসা সকলকে' 'ওএমজি 2' ও 'গদর 2' ছবির সাফল্যে অভিভূত অক্ষয় - বক্স অফিসে 80 কোটি টাকার

বক্স অফিসে ভালোই রাজ করছেন অক্ষয় এবং সানি ৷ 'ওএমজি 2' ও 'গদর 2' দু'টি ছবি নিয়েই উত্তেজনায় ফুটছে দর্শক মহল ৷ এবার তাঁদের সকলকে ধন্য়বাদ দিলেন অভিনেতা ৷

Pic Akshay Kumar Instagram
সানি ও তাঁর ছবির সাফল্যে খুশি অক্ষয়

By

Published : Aug 17, 2023, 5:42 PM IST

হায়দরাবাদ, 17 অগস্ট: অক্ষয় কুমারের শেষ কয়েকটি ছবি বক্স অফিসে তেমন ভালো ফল করতে পারেনি ৷ তবে 'ওএমজি 2' ছবির হাত ধরে আবারও ঘুরে দাঁড়াবেন তিনি এমনটাই আশা করছেন ভক্তরা ৷ ইতিমধ্য়েই বক্স অফিসে 80 কোটি টাকার কাছাকাছি আয় করে ফেলেছে এই ছবি ৷ অন্য়দিকে এই ছবির সঙ্গেই মুক্তি পেয়েছিল 'গদর 2' ছবিটিও ৷ 22 বছর পর অনিল শর্মার এই কামব্যাক প্রজেক্টও রীতিমতো শোরগোল ফেলেছে বক্স অফিসে ৷ আর এই দেখে ভীষণ খুশি অক্ষয় ৷

এদিন দর্শককে ধন্যবাদ দিয়ে ইনস্টাগ্রামে তিনি লেখেন, "সমস্ত দর্শককে অনেক ধন্য়বাদ ৷ ভারতীয় সিনেমার ইতিহাসে সবচেয়ে বড় সপ্তাহগুলির একটি উপহার দিয়েছে ও মাই গদর (ও মাই গড 2 আর গদর 2 মিলিয়ে এই নামই দিয়েছেন অভিনেতা ৷) ৷ অনেক ভালোবাসা সকলকে ৷" ইতিমধ্য়েই বেশকিছু রেকর্ডবুকে নাম তুলে ফেলেছে সানির 'গদর 2' ছবিটি ৷ 6 দিনেই বক্স অফিসে 261.35 কোটি টাকা আয় করেছে এই ছবি ৷

অন্যদিকে, অমিত রাই পরিচালিত 'ওএমজি 2' ছবিতে রয়েছেন অক্ষয় কুমার, ইয়াম্মি গৌতম এবং পঙ্কজ ত্রিপাঠি ৷ যৌন শিক্ষা সমাজের জন্য় ঠিক কতটা গুরুত্বপূর্ণ সেই নিয়ে তৈরি হয়েছে এই ছবি ৷ ছবিতে দেখা যায় কান্তি শরণ মুদগল নামের এক শিবভক্তের পরিবার হঠাতই এক বিরাট ঝড়ের মুখে পড়ে ৷ স্কুল চত্বরে 'হস্তমৈথুন' করার জন্য় তাঁর ছেলেকে রাস্ট্রিকেট করা হয় ৷ এই ঘটনা গড়ায় আদালত পর্যন্ত ৷ ভগবান স্বয়ং তাঁর শিবগনকে পাঠান কান্তিকে সাহায্য করতে ৷ তারপর কী হয় জানতে হলে দেখতে হবে ছবিটি ৷
আরও পড়ুন:'তোমায় যত দেখি, তত শিখি' ; ঋত্বিকের সঙ্গে ফ্রেমে বন্দি হয়ে আপ্লুত পূষণ

বক্স অফিসে বেশ ভালোই ফল করছে এই ছবিটি ৷ ভারতে ছবিটির আপাতত আয় প্রায় 79.47 কোটি ৷ অন্যদিকে বিদেশ মিলিয়ে 100 কোটির ক্লাবেও জায়গা করে নিয়েছে অক্ষয়ের নতুন প্রজেক্ট ৷ যদিও 'ওএমজি 2'-এর বাজেটও প্রায় 150 কোটি ৷ তাই হিট তকমা পেতে গেলে আরও অনেক পথ ছুটতে হবে অক্ষয়ের নতুন রেসের ঘোড়াকে ৷ তবে এই ছবি লম্বা দৌড়বে বলেই বিশ্বাস সমালোচকদের ৷

ABOUT THE AUTHOR

...view details