মুম্বই, 15 মে: আবারও করোনাভাইরাসে আক্রান্ত অক্ষয় কুমার (Akshay Kumar covid positive)৷ শনিবার নিজেই সে কথা জানিয়েছেন বলিউডের সুপারস্টার ৷ তাঁর কোভিড রিপোর্ট পজিটিভ আসার পর তিনি ঘোষণা করেন যে, দীর্ঘদিন প্রতীক্ষায় থাকলেও এ বার আর যেতে পারছেন না কান চলচ্চিত্র উৎসবে (Akshay Kumar to Skip Cannes)৷
54 বছরের অভিনেতা শনিবার টুইটে জানিয়েছেন, "কান 2022-এ ইন্ডিয়া প্যাভিলিয়নে আমাদের সিনেমাকে তুলে ধরার জন্য সত্যিই মুখিয়ে ছিলাম ৷ তবে দুঃখের বিষয় হল কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে ৷ বিশ্রাম করব ৷ অনুরাগ ঠাকুর ও তাঁর দলকে অনেক শুভেচ্ছা ৷ ওখানে থাকতে না পারায় খুবই মিস করব ৷"
পরবর্তীতে যশ রাজ ফিল্মসের পিরিয়ড ড্রামা পৃথ্বীরাজে দেখা যাবে অক্ষয় কুমারকে ৷ এই ছবিতে তাঁর সঙ্গে থাকছেন মিস ওয়ার্ল্ড 2017 মানুষী চিল্লর ৷
আরও পড়ুন:Prithviraj First Song Hari Har : আমার কেরিয়ারে শোনা সবচেয়ে দেশাত্মবোধক গান 'হরি হর': অক্ষয়