পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Akshay Kumar in Kolkata: বন্ধ গ্লোব সিনেমা হল! কলকাতার পুরনো স্মৃতিতে বুঁদ হয়ে মনখারাপ অক্ষয়ের - বন্ধ গ্লোব সিনেমা হল কলকাতায় থাকতে এখানেই বহু ছবি দেখেছেন অক্ষয়

সালটা 1984-85, সেই সময় কলকাতার নিউমার্কেটে কর্মরত ছিলেন অক্ষয় কুমার । টানা দু'বছর থেকেছেন কলকাতায় । সেসময় গ্লোব সিনেমা হলে বহু ছবি দেখেছেন তিনি (Akshay Kumar on Globe Cinema Hall) ৷ কলকাতা ঘিরে তাঁর একাধিক স্মৃতি আওড়াতে গিয়ে বলেন, "আমি এয়ারপোর্ট থেকে এখানে আসার সময় ড্রাইভারের কাছে শুনলাম যে গ্লোব সিনেমা হলটা নাকি বন্ধ হয়ে গেছে । কত ছবি দেখেছি ওখানে । খুব খারাপ লাগল খবরটা শুনে । এখানকার বন্ধুদের সঙ্গে সিনেমা দেখেছি ওখানে ।"

Akshay Kumar in Kolkata
বন্ধ গ্লোব সিনেমা হল! কলকাতার পুরোনো স্মৃতিতে বুঁদ হয়ে মনখারাপ অক্ষয়ের

By

Published : Aug 9, 2022, 12:40 PM IST

কলকাতা, 9 অগস্ট:11 অগস্ট মুক্তি পেতে চলেছে অক্ষয় কুমার অভিনীত ছবি 'রক্ষা বন্ধন'। এই ছবির প্রচারে সোমবার ভালবাসার শহরে পা রেখেছিলেন বলিউডের খিলাড়ি কুমার । সঙ্গে ছিলেন তাঁর পর্দার চার বোন সাদিয়া খাতিব, দীপিকা খান্না, স্মৃতি শ্রীকান্ত, সাহেজমিন কাউর । হাজির ছিলেন ছবির পরিচালক আনন্দ এল রাইও।

11 অগস্ট মুক্তি পেতে চলেছে অক্ষয় কুমার অভিনীত ছবি 'রক্ষা বন্ধন'।

সালটা 1984-85, সেই সময় কলকাতার নিউমার্কেটে কর্মরত ছিলেন অক্ষয় কুমার । টানা দু'বছর থেকেছেন কলকাতায় । এরপর ভাগ্যের লিখনে তিনি আজ খিলাড়ি কুমার । আম ভারতবাসীর হার্টথ্রব তিনি । কলকাতা তাঁর কাছে প্রাণের শহর, একথা আগেও বহুবার বলেছেন তিনি । 'রক্ষা বন্ধন' ছবির প্রচারে এসে ফের বললেন এবং বাংলায় বললেন, "কলকাতা আমি তোমাকে ভালোবাসি।"

এই ছবির প্রচারে সোমবার ভালবাসার শহরে পা রেখেছিলেন বলিউডের খিলাড়ি কুমার

কলকাতা ঘিরে তাঁর একাধিক স্মৃতি আওড়াতে গিয়ে বলেন, "আমি এয়ারপোর্ট থেকে এখানে আসার সময় ড্রাইভারের কাছে শুনলাম যে গ্লোব সিনেমা হলটা নাকি বন্ধ হয়ে গেছে (Akshay Kumar on Globe Cinema Hall)। কত ছবি দেখেছি ওখানে । খুব খারাপ লাগল খবরটা শুনে । এখানকার বন্ধুদের সঙ্গে সিনেমা দেখেছি ওখানে ।" এর মাঝেও বহুবার কলকাতায় এসেছেন তিনি। কিন্তু খবরটা জানতেন না তিনি । নিজের খারাপ লাগা মঞ্চে বসেই ভাগ করে নিলেন খিলাড়ি কুমার ।

সঙ্গে ছিলেন তাঁর পর্দার চার বোন সাদিয়া খাতিব, দীপিকা খান্না, স্মৃতি শ্রীকান্ত, সাহেজমিন কাউর । হাজির ছিলেন ছবির পরিচালক আনন্দ এল রাইও

আরও পড়ুন:আমিরের ছবি বয়কট ? কলকাতায় প্রচারে মুখ খুললেন 'খিলাড়ি' কুমার

একাধিকবার নিজের নানা ছবির প্রচারে কলকাতায় এসেছেন অভিনেতা । এবার আরও একবার এসে আপ্লুত তিনি। বললেন, "এই ছবি দেখলে এক টুকরো নিজের পরিবারকে মানুষ দেখতে পাবে । সবাইকে নিয়ে দেখতে পারবেন এই ছবি । একইসঙ্গে নিজের বোন থাকলে তাকেও অনুভব করতে আপনি বাধ্য হবেন ।" বোন প্রসঙ্গে প্রশ্ন করা হলে অভিনেতা বলেন, "আমার বোন যখন জন্ম নেয় আমি তখন চার বছরের । মা বলেছিলেন, বাড়িতে দেবী এসেছে । আমি সেই থেকে বোন মানে দেবী বুঝি । জন্ম থেকে আজ অবধি আলাদা হইনি দু'জনে । আমার বোন অলকা এখনও আমার সঙ্গে আমার বিল্ডিংয়েই থাকে । বোন যেদিন জন্ম নিল সেই দিনটা আমার কাছে সেরা দিন ছিল ।"

ABOUT THE AUTHOR

...view details