পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Akshay on Richa: 'তাঁরা আছেন বলেই আমরা আছি', টুইটে রিচাকে বিঁধলেন অক্ষয়

গালওয়ান উপত্যকা নিয়ে টুইট করে ইতিমধ্য়েই নেটিজেনদের তীব্র সমালোচনার মুখে পড়েছেন অভিনেত্রী রিচা ৷ এবার এই নিয়ে টুইটে তাঁকে বিঁধলেন অক্ষয়ও ৷ তিনি জানান সেনাবাহিনী আছে বলেই আমরা আছি (Akshay Kumar Tweet on Richa Chadha)৷

Etv Bharat
'তাঁরা আছেন বলেই আমরা আছি', টুইটে রিচাকে বিঁধলেন অক্ষয়

By

Published : Nov 25, 2022, 12:14 PM IST

মুম্বই, 25 নভেম্বর:গালওয়ান উপত্যকা নিয়ে টুইট করে ইতিমধ্য়েই নেটিজেনদের তীব্র সমালোচনার মুখে পড়েছেন অভিনেত্রী রিচা চাড্ডা ৷ 2020 সালে গালওয়ানে চীনা সৈনিকদের সঙ্গে সংঘর্ষে বেশ কিছু ভারতীয় জওয়ানের মৃত্যু হয় ৷ অনেকের মতে, রিচা যেভাবে এই টুইটটি করেছেন তাতে সেনা বাহিনীর আত্মত্য়াগকে তীব্র অসম্মান করা হয়েছে । তাঁর এই টুইট নিয়ে ইতিমধ্য়েই মুখ খুলেছেন কয়েকজন বিজেপি নেতা ৷

আর এবার এই নিয়ে মুখ খুললেন বলিউডের খিলাড়ি কুমারও ৷ অক্ষয় কুমার লেখেন, "এটা দেখে অত্যন্ত দুঃখ পেলাম ৷ কোনওভাবেই আমরা আমাদের সেনাবাহিনীর প্রতি অকৃতজ্ঞ হতে পারি না ৷ তারা আছে বলেই আমরা আছি (Akshay Kumar Tweet on Richa Chadha )৷"

প্রসঙ্গত বুধবার, সেনা কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী মন্তব্য করেছিলেন, ভারতীয় সেনাবাহিনীর এখন প্রস্তুত পাক অধিকৃত কাশ্মীরকে ফের অধিকার করতে ৷ একইসঙ্গে তিনি আরও বলেন, "আমরা সরকারি নির্দেশের জন্য অপেক্ষা করছি ৷ আমরা দ্রুত অপারেশনটি শেষ করব ৷"তাঁর এই বক্তব্যের নিরিখেই রিচা চাড্ডা গালওয়ানের প্রসঙ্গ সুকৌশলে তুলে আনেন (Richa Chadha trolled on social media ) । তাঁর এই মন্তব্য ভালোভাবে নেননি অনেকেই (Richa Chadha tweet about Galwan incident)৷ কারও কারও মতে সেনাবাহিনীকে চরম উপহাস করেছেন রিচা ৷ অক্ষয়ও সহমত পোষণ করলেন তাঁদের বক্তব্য়ের সঙ্গেই ৷

আরও পড়ুন:মেয়ের নাম ঘোষণা রণলিয়ার, ভালোবাসা জানালেন প্রিয়াঙ্কাও

যদিও রিচা ইতিমধ্য়েই তাঁর এই মন্তব্যের জন্য় ক্ষমা চেয়ে নিয়েছেন ৷ তিনি এও জানিয়েছেন, তাঁর দাদুও সেনা বাহিনীর অংশ ছিলেন । এখন তাঁর ভাইরা সেনায় কাজ করেন । তাই সেনা বাহিনীকে উপহাস করার কোনও উদ্দেশ্য় তাঁর কখনওই ছিল না ৷ শুধু তাই নয়, কাউকে আঘাত করাও তাঁর উদ্দেশ্য ছিল না ৷ তিনি তাঁর টুইটার হ্যান্ডেল থেকে ক্ষমা প্রার্থণা করে লেখেন, "যদিও কাউকে আঘাত করার কোনও উদ্দেশ্য় ছিল না, তবু যে তিনটি শব্দ নিয়ে বিতর্ক তৈরি হয়েছে তা যদি কাউকে আঘাত দিয়ে থাকে তাহলে আমি ক্ষমাপ্রার্থী ৷" তিনি এও জানান 1960 সালের ভারত চীন যুদ্ধে তাঁর দাদু শত্রুপক্ষের গুলিতে আহত হন তাই এই নিয়ে উপহাস করা তাঁর পক্ষে কখনওই সম্ভব নয় ৷

ABOUT THE AUTHOR

...view details