পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Akshay Creates World Record: 3 মিনিটে 184 সেলফি তুলে বিশ্ব রেকর্ড অক্ষয়ের - Akshay Kumar upcoming Film

3 মিনিটে 184টি সেলফি তুলে বিশ্ব রেকর্ড করলেন অক্ষয় কুমার (Akshay Creates World Record)৷ মুম্বইয়ে তাঁর আসন্ন ফিল্ম সেলফির (Akshay Kumar in Selfiee) প্রচারে গিয়ে এই রেকর্ড করেন তিনি ৷

Akshay Creates World Record ETV Bharat
বিশ্ব রেকর্ড অক্ষয়ের

By

Published : Feb 22, 2023, 6:30 PM IST

Updated : Feb 23, 2023, 10:52 AM IST

নয়া রেকর্ড গড়লেন অক্ষয়

মুম্বই, 22 ফেব্রুয়ারি: বিশ্ব রেকর্ড করে ফেললেন বলিউডের জনপ্রিয় অভিনেতা অক্ষয় কুমার (Akshay Creates World Record)৷ তাও আবার মাত্র তিন মিনিটে ৷ তিন মিনিটে 184টি সেলফি তুলে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তুলে ফেললেন তিনি । তাঁর আসন্ন ফিল্ম 'সেলফি'-র (Akshay Kumar in Selfiee) প্রচারে মুম্বইয়ের একটি ইভেন্টে গিয়ে তিন মিনিটের মধ্যে 184টি সেলফি তুলেছেন অক্ষয় ৷

জেমস স্মিথের রেকর্ড ভাঙলেন অক্ষয়: মুম্বইতে নিজের আপকামিং ফিল্মের প্রচারে মিট-অ্যান্ড-গ্রিট ইভেন্টে গিয়েছিলেন অক্ষয় কুমার । 24 ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে তাঁর ফিল্ম 'সেলফি' ৷ সেই ইভেন্টে গিয়েই সেলফি তোলার রেকর্ড ভেঙে দেন বলিউডের খিলাড়ি ৷ 2018 সালের 22 জানুয়ারি কার্নিভাল ড্রিম ক্রুজ জাহাজে জেমস স্মিথ (মার্কিন যুক্তরাষ্ট্র) এর তিন মিনিটে 168 সেলফি তোলাটাই ছিল সর্বশেষ বিশ্ব রেকর্ড । এর আগে 2015 সালে গ্লোবাল আইকন এবং হলিউড অভিনেতা ডোয়াইন জনসন তিন মিনিটে 105টি সেলফি তুলে রেকর্ড করেছিলেন লন্ডনের সান আন্দ্রিয়াসের প্রিমিয়ারে ।

এই রেকর্ড ভক্তদের প্রতি তাঁর বিশেষ শ্রদ্ধা: সাংবাদমাধ্যমকে অক্ষয় বলেন, এটি ভক্তদের প্রতি তাঁর বিশেষ শ্রদ্ধা ছিল, যাঁরা সর্বদা তাঁকে নিঃশর্ত সমর্থন করেন এবং ভালবাসেন । তাঁর কথায়, "এই অনন্য বিশ্ব রেকর্ড ভাঙতে এবং আমার ভক্তদের সঙ্গে এই মুহূর্ত ভাগ করে নিয়ে আমি আনন্দিত ! আমি এখনও পর্যন্ত যা অর্জন করেছি এবং আমার জীবনের এই মুহূর্তে আমি যেখানে আছি, তা আমার ভক্তদের নিঃশর্ত ভালোবাসা এবং সমর্থনের কারণে । তাঁরা কীভাবে আমার পুরো কেরিয়ারে আমার এবং আমার কাজের পাশে দাঁড়িয়েছে তা স্বীকার করে নিয়ে তাঁদের প্রতি বিশেষ শ্রদ্ধা জানানোর এটাই ছিল আমার উপায় ৷"

আরও পড়ুন:এসব নিয়ে বিচলিত নন, মহিলা ফ্য়ানের চুম্বনের চেষ্টা নিয়ে অকপট আদিত্য়

30 বছরের কেরিয়ারে বহু ফিল্ম ও পুরস্কারের অধিকারী: অক্ষয় কুমার তাঁর কেরিয়ারে 100টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন ৷ বলিউডে তিনি রয়েছেন প্রায় 30 বছর । দুটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং দুটি ফিল্মফেয়ার পুরস্কার-সহ বেশ কয়েকটি পুরস্কার পেয়েছেন তিনি । তিনি 2009 সালে ভারত সরকারের কাছ থেকে ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মান পদ্মশ্রী লাভ করেন ।

অ্যাকশন ছাড়াও সামাজিক ফিল্ম: অক্ষয় কুমার 1991 সালে সৌগন্ধ দিয়ে বলিউডে আত্মপ্রকাশ শুরু করেন এবং এক বছর পরে অ্যাকশন থ্রিলার খিলাড়িতে প্রথম বাণিজ্যিক সাফল্য পান । অ্যাকশন চলচ্চিত্রের জন্য বিশেষ ভাবে পরিচিত অক্ষয় ৷ তাঁর হলিডে, এয়ারলিফ্ট, রুস্তম এবং আরও বেশকিছু উল্লেখযোগ্য ছবি রয়েছে ৷ টয়লেট - এক প্রেম কথা এবং প্যাডম্যানের মতো সামাজিক ট্যাবু নিয়ে তৈরি চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি ।

Last Updated : Feb 23, 2023, 10:52 AM IST

ABOUT THE AUTHOR

...view details