হায়দরাবাদ, 24 মার্চ: সুপারস্টার অক্ষয় কুমার সাধারণত ছবির স্টান্ট নিজেই করেন ৷ আর এই কারণেই তিনি আলাদা করে পরিচিত বি-টাউনে ৷ কেউ কেউ তাঁকে রিয়েল হিরোও বলে থাকেন ৷ তবে এবার তাঁর আসন্ন ছবি 'বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ'র শ্যুটিং করতে গিয়ে হাঁটুতে চোট পেলেন অভিনেতা ৷ আলি আব্বাস জাফরের এই ছবিতে অক্ষয়ের সঙ্গে দেখা যাবে টাইগার শ্রফকে ৷ জানা গিয়েছে ছবির শ্য়ুটিং চলছিল স্কটল্যান্ডে । সেসময় একটি অ্যাকশন সিকোয়েন্সের শ্য়ুটিং করতে গিয়ে হাঁটুতে আঘাত পান অভিনেতা (Akshay Kumar action scene with Tiger Shroff )৷
তবে প্রাথমিক খবর বলছে, চোট মোটেই তেমন গুরুতর নয় ৷ কারণ অক্ষয়কে চোটের জন্য তাঁর শ্যুটিং বন্ধ করতে হয়নি ৷ সূত্রের খবর, ছবিতে একটি অ্য়াকশন সিকোয়েন্স শ্য়ুটিং করতে গিয়ে একটি বিশেষ ধরনের স্টান্ট করার চেষ্টা করেন এই নায়ক ৷ আর সেই স্টান্টটি করতে গিয়েই চোট লাগে তাঁর ৷ এই মুহূর্তে যদিও হাঁটুর জন্য ব্রেসেস ব্যবহার করতে হচ্ছে তাঁকে ৷