মুম্বই, 28 মে : বলিউডের খিলাড়ি কুমার অক্ষয়ের আগামি ছবি 'পৃথ্বীরাজ' প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে 3 জুন ৷ তার আগে এবার ফের একটি নতুন খবর এল এই ছবিকে ঘিরে ৷ যশরাজ ফিল্মসের তরফে জারি করা একটি সাম্প্রতিক চিঠিতে জানানো হয়েছে নাম বদল হচ্ছে এই ঐতিহাসিক পটবয়লারটির ৷ 'পৃথ্বীরাজ'-এর পরিবর্তে এবার এই ছবির নাম হতে চলেছে 'সম্রাট পৃথ্বীরাজ' (Akshay Kumar New Film Prithviraj Name Change) ৷ কিন্তু হঠাৎ কেন এই নাম বদল ? আসলে ট্রেলার সামনে আসতে না আসতেই এই ছবি নিয়ে মামলা করে রাজস্থানের শ্রী রাজপুত করণি সেনা ৷ সেই জনস্বার্থ মামলার ভিত্তিতেই এই পদক্ষেপ নিল যশরাজ ফিল্মস ৷
চিঠিতে লেখা হয়েছে, "চলচ্চিত্রের বর্তমান শিরোনাম সম্পর্কে আপনাদের যে অভিযোগ তা নিয়ে আমাদের সতর্ক করার জন্য আমরা আন্তরিকভাবে আপনাদের প্রশংসা করছি ৷ একইসঙ্গে আপনাদের আশ্বস্ত করছি যে আমাদের কোনও ব্যক্তির অনুভূতিতে আঘাত করার ইচ্ছা নেই ৷ প্রয়াত মহারাজা এবং যোদ্ধা পৃথ্বীরাজ চৌহানকেও অসম্মান করার চেষ্টা করিনি আমরা । আসলে, আমরা এই চলচ্চিত্রের মাধ্যমে তাঁর সাহসিকতা, অর্জন এবং আমাদের দেশের ইতিহাসে তাঁর অবদানকে উদযাপন করতে চাই ।"