পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Gadar 2 vs OMG 2 Box Office Battle: সানি না অক্ষয়? বক্স অফিস ব্যাটলে প্রথমদিন শেষ হাসি হাসবে কে, কী বলছেন ট্রেন্ড? - omg 2 gadar2 box office battle

'ওএমজি 2' এবং 'গদর 2' ছবির বিগ ব্য়াটেল শুরু হতে চলেছে শুক্রবার ৷ বিশেষজ্ঞদের অনুমান, প্রথম দিনে 'ওএমজি 2' ছবি পিছিয়ে পড়তে পারে সানির ছবির কাছে ৷

Pic Courtesy Sunny Akshay Instagram
সানির গদর 2 ছবির কাছে পিছিয়ে পড়তে পারে ওএমজি 2

By

Published : Aug 10, 2023, 7:24 PM IST

হায়দরাবাদ, 10 অগস্ট:শুক্রবার বক্স অফিসে বিগ ব্যাটল ৷ মুখোমুখি সানি দেওলের 'গদর 2' এবং অক্ষয় কুমারের 'ওএমজি 2' ৷ অগস্টের সবথেকে বড় ব্য়াটেল শুরুর আগে আসুন জেনে নেওয়া যাক বিশেষজ্ঞরা ঠিক কী ভাবছেন দু'টি ছবি নিয়ে ৷ কেমন হতে পারে 'গদর 2' এবং 'ওএমজি 2' ছবির প্রথম দিনের বক্স অফিস কালেকশন? কত সংখ্যকই বা স্ক্রিন পেতে চলেছে দু'টি ছবি?

স্ক্রিন সংখ্যার হিসাব:

বিভিন্ন সংবাদমাধ্যমের পরিসংখ্যান দেখতে গেলে প্রায় 3500 স্ক্রিনে দেশ জুড়ে মুক্তি পেতে চলেছে অনিল শর্মার 'গদর 2' ছবিটি ৷ একই পরিসংখ্য়ানের হিসেব দেখতে গেলে অক্ষয়ের 'ওএমজি 2' মুক্তি পেতে চলেছে তার অর্ধেকেরও কম হলে ৷ মাত্র 1500 স্ক্রিন পেয়েছে এই ছবি ৷ তাই বোঝাই যায় এক্ষেত্রে বেশ এগিয়ে রয়েছে সানি-আমিশার ছবি ৷

অগ্রিম বুকিংয়ের হিসাব:

প্রথমে দেখে নেওয়া যাক, অক্ষয়ের 'ওএমজি 2' ছবির হিসাব ৷ 'সেলফি' ছবির থেকে অক্ষয়ের এই ছবির প্রি-বুকিং কিন্তু অনেকটাই বেশি ৷ ছবির ট্রেলার দেখেই মনে হয়েছিল এবার অক্ষয় ফিরছেন চেনা মেজাজে ৷ একেবারে চেনা খিলাড়ি কুমারকে এই ছবিতে পেতে চলেছেন দর্শকরা ৷ আর সঙ্গে পঙ্কজ ত্রিপাঠী এবং ইয়ামি গৌতমও বেশ ভালো কাজ করেছেন ৷ ছবির প্রি বুকিংয়েও তার ছাপ দেখতে পাওয়া গেল ৷ 9 অগস্ট রাত ন'টা পর্যন্ত যে হিসাব সামনে এসেছে তাতে এই ছবির সাড়ে 46 হাজার টিকিট ইতিমধ্য়েই বুক হয়ে গিয়েছে ৷ যার জেরে প্রথম দিনে 9-10 কোটি টাকা দিয়ে খাতা খুলতে পারে এই ছবি ৷ এমনটাই অনুমান বিশেষজ্ঞদের ৷

আরও পড়ুন:কিং খানের হাত ধরে ছবির ট্রেলার মুক্তি, 'ফ্যানবয় মোমেন্ট' লিখলেন দুলকর সলমন

অন্য়দিকে অনিলের 'গদর 2' তুলে ধরবে তারা-সাকিনার পুত্রসন্তান জিতের কাহিনি ৷ সে এখন বড় হয়ে গিয়েছে ৷ আর তাকে রক্ষা করতেই এবারও তারা সিংকে যেতে হবে পাকিস্তান ৷ ছবিতে রয়েছেন উৎকর্ষ শর্মা, সানি দেওল এবং আমিশা প্যাটেল ৷ শুধু ন্যাশানাল চেইনে এই ছবির অগ্রিম বুকিং তাক লাগিয়ে দেওয়ার মতো ৷ ইতিমধ্যেই বিক্রি হয়ে গিয়েছে 1 লক্ষ 40 হাজার টিকিট ৷ আর মোট বিক্রি হওয়া টিকিটের সংখ্যা 3 লক্ষ 35 হাজার ৷ যার জেরে মনে হচ্ছে এই ছবি প্রথম দিন খাতা খুলতে চলেছে 35 থেকে 40 কোটি টাকা দিয়ে ৷

ABOUT THE AUTHOR

...view details