পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Akshay Kumar New Project Ram Setu : এবার রাম-সেতুর অস্তিত্বের খোঁজে মরিয়া অক্ষয় - Akshay Kumar New Project Ram Setu

দিওয়ালিতেই আসতে চলেছে অক্ষয় কুমারের নতুন ছবি 'রাম-সেতু' (Akshay Kumar Upcoming Film Ram Setu) ৷ ছবিতে অক্ষয় ছাড়াও দেখা যাবে জ্যাকলিন ফার্নান্ডেজ, সত্য দেব এবং নুশরাত ভারুচাকে ৷ 'রাম-সেতু' পরিচালনার দায়িত্ব রয়েছে অভিষেক শর্মার কাঁধে ৷

Akshay Kumar ram setu
এবার রাম-সেতুর অস্তিত্বের খোঁজে মরিয়া অক্ষয়

By

Published : Apr 29, 2022, 12:24 PM IST

মুম্বই, 29 এপ্রিল :সেভাবে সফলতা পায়নি তাঁর শেষ ছবি 'বচ্চন পাণ্ডে' ৷ এরই মাঝে আবার পানমশলার বিজ্ঞাপন করা নিয়েও অনুরাগীদের কাছে যথেষ্ট সমালোচিত হতে হয়েছে বলিউডের খিলাড়ি কুমারকে ৷ তার জন্য় অবশ্য় ফ্যানেদের কাছে ক্ষমাও চেয়েছেন অক্ষয় ৷ তবে সেসব এখন অতীত ৷ সিনেমার ভাষায় যাকে বলে, 'রাত গ্যায়ি বাত গ্যায়ি'৷ কারণ ফের নতুন ছবির খবর নিয়ে দর্শকের দরবারে হাজির অক্ষয় কুমার ৷ দিওয়ালিতেই আসতে চলেছে তাঁর নতুন ছবি 'রাম-সেতু' (Akshay Kumar Upcoming Film Ram Setu)৷

নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে ছবির প্রথম লুক শেয়ার করে সকলকে এই খবর দিয়েছেন অভিনেতাই ৷ ছবিতে অক্ষয়ের সঙ্গেই রয়েছেন সত্য দেব এবং জ্যাকলিন ফার্নান্ডেজও ৷ 'বচ্চন পাণ্ডে' ছবিতেও জ্যাকলিনকেই সঙ্গী হিসাবে বেছে নিয়েছিলেন অক্ষয় ৷ ফের একবার একসঙ্গে পর্দায় দেখা যাবে তাঁদের ৷ পোস্টটির ক্যাপশনে অক্ষয় লেখেছন, "রাম-সেতুর জগতের এক ঝলক। 2022 সালের দিওয়ালিতেই প্রেক্ষাগৃহে আসছে ।"

আরও পড়ুন : শাশুড়ির চাপে চাকরি খুঁজবে বউমা, আসছে 'বউমা একঘর'

এই ছবিতে দেখা যাবে একজন প্রত্নতাত্ত্বিকের গল্প ৷ যিনি ভারতীয় ইতিহাসের সবচেয়ে বড় মিথ রাম-সেতু সত্যিই ছিল কি না তা খুঁজে বের করতে বদ্ধপরিকর ৷ অক্ষয়ের শেয়ার করা ছবি দেখে অনেকটা হলিউডি ছবি 'ন্যাশানাল ট্রেজার'-এর কথা মনে পড়ে যেতেই পারে অনেকের ৷ ছবিতে অক্ষয় ছাড়াও দেখা যাবে জ্যাকলিন ফার্নান্ডেজ সত্য দেব এবং নুশরাত ভারুচাকে ৷ 'রাম-সেতু' পরিচালনার দায়িত্ব রয়েছে অভিষেক শর্মার কাঁধে ৷ ছবিটি আসতে চলেছে অ্যামাজন প্রাইম ভিডিয়োতে ৷

ABOUT THE AUTHOR

...view details