মুম্বই, 29 এপ্রিল :সেভাবে সফলতা পায়নি তাঁর শেষ ছবি 'বচ্চন পাণ্ডে' ৷ এরই মাঝে আবার পানমশলার বিজ্ঞাপন করা নিয়েও অনুরাগীদের কাছে যথেষ্ট সমালোচিত হতে হয়েছে বলিউডের খিলাড়ি কুমারকে ৷ তার জন্য় অবশ্য় ফ্যানেদের কাছে ক্ষমাও চেয়েছেন অক্ষয় ৷ তবে সেসব এখন অতীত ৷ সিনেমার ভাষায় যাকে বলে, 'রাত গ্যায়ি বাত গ্যায়ি'৷ কারণ ফের নতুন ছবির খবর নিয়ে দর্শকের দরবারে হাজির অক্ষয় কুমার ৷ দিওয়ালিতেই আসতে চলেছে তাঁর নতুন ছবি 'রাম-সেতু' (Akshay Kumar Upcoming Film Ram Setu)৷
নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে ছবির প্রথম লুক শেয়ার করে সকলকে এই খবর দিয়েছেন অভিনেতাই ৷ ছবিতে অক্ষয়ের সঙ্গেই রয়েছেন সত্য দেব এবং জ্যাকলিন ফার্নান্ডেজও ৷ 'বচ্চন পাণ্ডে' ছবিতেও জ্যাকলিনকেই সঙ্গী হিসাবে বেছে নিয়েছিলেন অক্ষয় ৷ ফের একবার একসঙ্গে পর্দায় দেখা যাবে তাঁদের ৷ পোস্টটির ক্যাপশনে অক্ষয় লেখেছন, "রাম-সেতুর জগতের এক ঝলক। 2022 সালের দিওয়ালিতেই প্রেক্ষাগৃহে আসছে ।"