মুম্বই, 10 অক্টোবর: বলিউড তারকাদের পান মশলার বিজ্ঞাপন নিয়ে সমালোচনা হয়েছে বহু বার ৷ অজয় দেবগণ, শাহরুখ খান ও অক্ষয় কুমারকে পড়তে হয়েছে নানা কটাক্ষের মুখে ৷ তারপর শোনা গিয়েছিল, সেই সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসডর হিসাবে নিজেদেরকে সরিয়ে নিয়েছেন তারকারা ৷ কিন্তু সোশাল মিডিয়ায় ঘুরতে থাকা পান মশলার একটি নতুন বিজ্ঞাপন নিয়ে শুরু হয়েছে ফের চর্চা ৷ একটি সংবাদ মাধ্যম ওয়েব পোর্টালের তরফে দাবি করা হয়, পান মশলার বিজ্ঞাপনে ফের অ্যাম্বাসডর হয়ে ফিরেছেন অক্ষয় কুমার ৷ আর এই খবর সামনে আসতেই চটেছেন ওএমজি 2 অভিনেতা৷ অনলাইন পোর্টালের সোশাল অ্যাকাউন্টে গিয়ে ফেক নিউজ বলে মন্তব্যও করেছেন অভিনেতা অক্ষয় ৷
ওই অনলাইন পোর্টাল সোশাল প্ল্যাটফর্ম এক্স (টুইটার)-এ দাবি করেছে, "হ্যাশট্যাগ অক্ষয় কুমার বিমল পান মশলার বিজ্ঞাপনে ব্র্যান্ড অ্যাম্বাসডর হিসাবে আবার ফিরেছেন ৷ নতুন এই বিজ্ঞাপনে দেখা গিয়েছে অজয় দেবগণ ও শাহরুখ খানকেও ৷" এই খবরের নীচে মন্তব্য করেন অক্ষয় ৷ তিনি লেখেন, "ব্র্যান্ড অ্যাম্বাসডর হিসাবে ফিরে এসেছি? খবর করার আগে একটু ফ্যাক্ট চেক করা জরুরি ৷ ফেক নিউজ করা ছাড়া যদি অন্য কোনও খবর করতে হয় তাহলে তার সত্যতা যাচাই করা উচিত ৷ এই বিজ্ঞাপনের শুটিং হয়েছিল 2021 সালের 13 অক্টোবর ৷"
তিনি আরও বলেন, "এরপর এই বিজ্ঞাপন সংস্থার সঙ্গে আমি আর কোনও কাজ করিনি ৷ সকলের সামনে ঘোষণা করার পর থেকে আমি এই কাজের সঙ্গে যুক্ত হইনি ৷ কিন্তু আইনত তারা আরও এক মাস এই বিজ্ঞাপন চালাতে পারেন চুক্তি অনুযায়ী ৷ কারণ আগামী মাসে এই চুক্তির মেয়াদ শেষ হচ্ছে ৷ তাই অসত্য খবর না ছড়িয়ে, সত্য খবর করা উচিত ৷" মূলত, 2022 সালের এপ্রিল সোশাল মিডিয়ায় অভিনেতা ঘোষণা করেছিলেন তিনি এই ধরনের বিজ্ঞাপনের সঙ্গে ভবিষ্যতে আরও যুক্ত হবেন না ৷