মুম্বই, 9 জুন:অক্ষয় কুমার এবং পরেশ রাওয়ালের সুপারহিট ছবিগুলির কথা বললে যে কয়েকটি নাম প্রথমেই মনে আসে তার মধ্যে 'হেরা ফেরি', 'ফির হেরা ফেরি'র সঙ্গেই আছে 'ও মাই গড' ৷ এই ছবিতে ভগবানের অস্তিত্ব নিয়ে আদালতের দারস্থ হয়েছিলেন এক আইনজীবী ৷ কোনও প্রাকৃতিক বিপর্যয়ের ক্ষেত্রে জীবন বিমার টাকা কেন পাওয়া যাবে না সেটাই ছিল মূল প্রশ্ন ৷ সেখান থেকে ঈশ্বরের অস্তিত্ব নিয়েই প্রশ্ন তোলা হয় ৷ এবার আসতে চলেছে এই ছবির দ্বিতীয় পর্ব ৷ শুক্রবার সামনে এল ছবির মুক্তির তারিখ ৷
গতবার অক্ষয় কুমারকে দেখা গিয়েছিল শ্রী কৃষ্ণের ভূমিকায় ৷ এবারও তাঁকে যাবে দেবাদিদেব মহাদেব রূপে ৷ ছবির পোস্টার থেকেই গোটা বিষয়টি স্পষ্ট হয়ে গিয়েছে। ডমরু হাতে তাঁর নৃত্যের ভঙ্গি মনে করিয়ে ঈশ্বরের নটরাজ অবতারের কথা ৷ ছবিটি পোস্ট করে অক্ষয় লিখেছেন, "আসছি । আমরা আপনারাও আসবেন ৷ 11 অগস্ট থিয়েটারে আসতে চলেছে ওএমজি 2 ৷
অক্ষয় এখন ব্যস্ত রয়েছেন একাধিক ছবির কাজ নিয়ে ৷ একদিকে তাঁর হাতে রয়েছে 'বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ'র মতো ছবি অন্যদিকে 'হেরা ফেরি 3' ছবির শ্যুটিংও শুরু করেছেন তিনি ৷ গত বছরটা একেবারেই ভালো যায়নি অক্ষয়ের ৷ 'বচ্চন পাণ্ডে' থেকে 'রামসেতু' পর পর তাঁর ছবি মুখ থুবড়ে পড়েছে ৷ অন্যদিকে, একই বছর মুক্তি পাওয়া 'সেলফি'ও সেভাবে মন কাড়তে পারেনি ৷
আরও পড়ুন:দুই বোন ও ত্রিকোণ প্রেমের কাহিনি নিয়ে আসছে নতুন ধারাবাহিক 'সন্ধ্যাতারা'
এবার কী হবে সেই উত্তর দেবে সময় ৷ তবে তাঁর এই ছবির দিকে যে তাকিয়ে থাকবেন অনেকেই তা বলাই বাহুল্য ৷ 2012 সালে উমেশ শুক্লার পরিচালনায় মুক্তি পেয়েছিল এই ছবির প্রথম পর্ব ৷ ছবিতে অভিনয় করেছিলেন মিঠুন চক্রবর্তী, পরেশ রাওয়ালের মতো তাবড় অভিনেতারাও ৷ রীতিমতো সুপারহিট হয়েছিল ছবিটি ৷ এবার ছবির দ্বিতীয় পর্বের পরিচালনা করবেন অমিত রাই ৷ আর এই ছবিতে অক্ষয়ের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন ইয়ামি গৌতম, পঙ্কজ ত্রিপাঠীর মতো অভিনেতা-অভিনেত্রীরা ৷