হায়দরাবাদ, 29 নভেম্বর: 17 দিনের আধার শেষে আলোর পথে ফিরেছেন সিল্কিয়ারা টানেলে আটকে পড়া শ্রমিকরা ৷ মঙ্গলবার সফলভাবে তাঁদেরকে টানেল থেকে বের করেছেন উদ্ধারকারীরা ৷ শ্রমিকরা সকলেই বর্তমানে সুস্থ রয়েছেন ৷ 400 ঘণ্টা ধরে টানেলের ভেতরে বেঁচে থাকার রসদ যোগানোর জন্য ধন্যবাদ জানিয়েছে উত্তরাখণ্ড প্রশাসন থেকে উদ্ধার অভিযানে নিয়োজিতদের ৷ এবার শ্রমিকদের সফল উদ্ধারকার্য নিয়ে পেন ধরলেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার থেকে কঙ্গনা রানাওয়াত ৷ উদ্ধারকারী দলগুলিকে ভূয়সী প্রশংসায় ভরিয়েছেন রিতেশ দেশমুখ-সহ অন্যান্যরা ৷
উত্তরকাশীর সিল্কিয়ারা টানেলের ভিতরে আটকে থাকা 41 জন শ্রমিককে উদ্ধারে নিয়োজিত ছিল 22টি বিভিন্ন সংস্থা ৷ তাদের প্রচেষ্টার প্রশংসা করে এক্সে অক্ষয় লিখেছেন, "41 জন আটকে পড়া শ্রমিকদের সফলভাবে উদ্ধারের কথা শুনে আমি খুব আনন্দিত এবং স্বস্তি পেয়েছি । উদ্ধারকারী দলের প্রত্যেক সদস্যকে বিশাল স্যালুট । তাঁরা খুব ভালো কাজ করেছেন । এটাই নতুন ভারত ৷ যাকে নিয়ে আমরা সকলেই গর্ববোধ করি । জয় হিন্দ।"
অন্যদিকে তেজস অভিনেতা কঙ্গনা রানাওয়াত ছবি-সহ উদ্ধার অভিযানের প্রশংসা করে ইনস্টাগ্রামে লেখেন, "উদ্ধার অভিযান সফল হয়েছে । হর হর মহাদেব ৷" রিতেশ দেশমুখও উদ্ধারকারী দলের প্রশংসা করে লিখেছেন, "ব্র্যাভো! অক্লান্ত পরিশ্রমের জন্য উদ্ধারকারী দলকে স্যালুট ৷ তারা গত 17 দিন ধরে আটকে থাকা শ্রমিকদের উদ্ধার করতে দিনরাত কাজ করেছে । শ্রমিকদের পরিবার এবং দেশের মানুষের প্রাথর্না সফল হয়েছে । গণপতি বাপ্পা মোরিয়া ৷"