পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Selfiee Twitter Review : কেউ বলছেন 'ফ্লপ', কেউ বা 'পয়সাউসুল' ! দেখে নিন 'সেলফি' নিয়ে নেটপাড়ার অভিমত - দেখে নিন সেলফি নিয়ে নেটপাড়ার অভিমত

কেউ জানাচ্ছেন, ফ্লপ হতে চলেছে অক্ষয়ের 'সেলফি' ৷ কারও মতে দারুণ মজাদার এই ছবি ৷ রয়েছে টান টান উত্তেজনাও ৷ সব মিলিয়ে অক্ষয়-ইমরানের নতুন ছবি নিয়ে নানা মুনির নানা মত ৷

Etv Bharat
অক্ষয় ইমরানের নতুন ছবি নিয়ে নানা মুনির নানা মত

By

Published : Feb 24, 2023, 3:06 PM IST

হায়দরাবাদ, 24 ফেব্রুয়ারি: গত বছরটা তেমন ভালো যায়নি বলিউডের খিলাড়ি কুমারের । 'বচ্চন পাণ্ডে' থেকে 'রামসেতু', বক্স অফিসে সাফল্যের মুখ দেখেনি কোনও ছবিই ৷ বরং নিজের চেনা ছকের বাইরে গিয়ে পৃথ্বীরাজের চরিত্রে অভিনয় করতে গিয়ে সমালোচকদের কটাক্ষই জুটেছে অক্ষয়ের ভাগ্য়ে ৷ এবার অক্ষয় বছর শুরু করলেন তাঁর নতুন ছবি 'সেলফি' দিয়ে ৷ এই ছবিতে তাঁর সঙ্গে জুটি বেঁধেছেন ইমরান হাশমি ৷ ছবির প্রচারে কোনও খামতি রাখেননি দুই সুপারস্টারের কেউই ৷ বরং অক্ষয় তো 3 মিনিটে 184টি সেলফি তুলে রেকর্ডও করে ফেলেছেন ৷ কিন্তু এই ছবিটি দর্শক মহলে আলোড়ন তুলতে পারল ? কী বলছে নেটপাড়ার রিভিউ ৷

ছবির গল্পটি ঠিক কী ?

পরিচালক রাজ মেহেতার এই ছবির গল্পটা প্রথমে জেনে নেওয়া যাক ৷ ছবিটি তৈরি হয়েছে একজন ফিল্মস্টার এবং একজন আরটিও ইন্সপেক্টরের কাহিনি নিয়ে ৷ ছবির শুরু একটি সেলফি দিয়ে আর শেষ একটি ড্রাইভিং লাইসেন্স দিয়ে ৷ ছবিটির যে মালয়ালম ছবির হিন্দি রিমেক তার নাম 'ড্রাইভিং লাইসেন্স' ৷ এখানে চলচ্চিত্র তারকা বিজয় কুমারের ভূমিকায় অভিনয় করেছেন অক্ষয় আর আরটিও ইন্সপেক্টর প্রকাশ আগরওয়ালের চরিত্রে অভিনয় করেছেন ইমরান ৷ ছবির গল্প তৈরি হয়েছে ভোপালে ৷ প্রকাশ আসলে বিজয়ের ভীষণ ভক্ত ৷ সে তার সমস্ত সিনেমা দেখে ৷ একদিন বিজয় ভোপাল আসে শ্যুটিংয়ের কাজ নিয়ে ৷

প্রকাশের পোস্টিংও ছিল সেখানেই ৷ কিন্তু শত চেষ্টার পরেও সে এই সুপারস্টারের সঙ্গে একটি সেলফি তুলতে পারে না ৷ এর কিছুদিন বিজয়ের একটি ড্রাইভিং লাইসেন্স দরকার ৷ এবার বল প্রকাশের কোর্টে ৷ কীভাবে লাইসেন্স পাবে বিজয় ? তার জন্য কত কাঠখড় পোড়াতে হবে তাঁকে ৷ তা জানতে হলে দর্শকদের যেতে হবে প্রেক্ষাগৃহে ৷

কী বলছেন সমালোচক থেকে সিনে অনুরাগীরা ?

অক্ষয়ের এই নতুন ছবি নিয়ে নানা মুনির নানা মত ৷ একদিকে যেমন কেআরকের মতো সমালোচক বলছেন, "সেলফি অক্ষয়ের টানা নবম ছবি যা ফ্লপ হতে চলেছে ৷" তখনই আবার কোনও কোনও অনুুরাগী বলছেন, 'প্রথম অর্ধে দারুণ কমেডি আর দ্বিতীয় অর্ধে কমেডি এবং গুজবাম্পস ৷ দারুণ' ৷ আবার কেউ লিখেছেন, 'পয়সা উসুল ছবি বানান তাই তো ওঁকে জনগণের নায়ক বলি ৷' কারও কাছে আবার এই ছবি ছিল 'বিরক্তিকর এবং সাদামাটা' ৷ কোনও কোনও ব্যবহারকারী ফ্যানের সঙ্গে সুপারস্টারের ডুয়েল দেখে ভীষণ খুশি (Akshay Kumar Selfiee Twitter Review )৷

আরও পড়ুন:মৃত্যুবার্ষিকীতে ফিরে দেখা 'রূপ কি রানি চাঁদনি'র বলি সফর

ABOUT THE AUTHOR

...view details