পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

বয়স কুছ পরোয়া নেহি, সুখবর দিলেন টুইঙ্কল! 'সুপারওম্যান'কে জড়িয়ে গদগদ অক্ষয় - অক্ষয়

Twinkle-Akshay: এই বয়সও সুখবর দিলেন টুইঙ্কল ৷ সুখবরের পর বউকে জড়িয়ে ধরে প্রশংসায় পঞ্চমুখ স্বামী ৷ টুইঙ্কলের এই 'প্রাপ্তি'র জন্য বউকে তকমা দিলেন সুপারওম্যান ৷ কী গুডনিউজ দিলেন রাজেশ কন্যা ?

সুখবর দিলেন টুইঙ্কল
Twinkle-Akshay

By ETV Bharat Bangla Team

Published : Jan 17, 2024, 11:15 AM IST

Updated : Jan 17, 2024, 11:53 AM IST

লন্ডন, 17 জানুয়ারি:টুইঙ্কলকে জড়িয়ে ধরে শুভেচ্ছা জানালেন স্বামী অক্ষয় ৷ বউয়ের সুখবরে আদরে গদগদ বলিউড খিলাড়ি ৷ টুইঙ্কল খান্না ও অক্ষয় কুমারের 22 বছরের দাম্পত্য জীবন ৷ 2 সন্তান রয়েছে তাঁদের ৷ এরই মাঝে দাম্পত্য জীবনে এল গুডনিউজ ৷ বয়সের তোয়াক্কা না-করে টুইঙ্কলের এই 'প্রাপ্তি'র জন্য বউকে তকমা দিলেন সুপারওম্যান ৷ তাঁর যে এই খুশির খবর আসছে তা গত বছর সেপ্টেম্বরে জানিয়েছিলেন 48 বছর বয়সি অক্ষয়-ঘরণী ৷ অবশেষে নিজের পরিশ্রমের ফল হাতে ফেলেন রাজেশ- কন্যা ৷ বউকে সুুপারওম্যানয়ের তকমা দিয়ে এই সুখবরের কথা এক্সে জানিয়েছেন বলি সুপারস্টার অক্ষয় কুমার ৷

এদিন বউকে বাহুডোরে করে মাথায় নয়া মুকুট নিয়ে এক ছবি পোস্ট করে অক্ষয় কুমার লেখেন, "দু'বছর আগে যখন তুমি আমাকে বলেছিলে ফের পড়াশোনা শুরু করতে চাও, আমি বুঝতে পারিনি ঠিক কী বলছ! কিন্তু যেদিন দেখলাম তুমি কতটা পরিশ্রম কর, ছাত্রজীবনে ফিরে গিয়েও সংসার, কেরিয়ার, আমাকে এবং সন্তানদের খেয়াল রাখছ- বুঝলাম আমি একজন সুপারওম্যানকে বিয়ে করেছি। আজ তোমার গ্র্যাজুয়েশন, আমিও ভাবছি যদি আরেকটু পড়াশোনা করতাম তাহলে হয়তো সেই শব্দগুলো খুঁজে বার করতে পারতাম, যা বুঝিয়ে দিত তোমাকে নিয়ে আমি ঠিক কতটা গর্বিত, টিনা। অভিনন্দন এবং আমার সমস্ত ভালোবাসা।" শেষে কালো হার্টের ইমোজিও দিয়েছেন 'খিলাড়ি 786' ৷

জীবনের নতুন মাইলস্টোন অর্জন করে উচ্ছ্বসিত টুইঙ্কলও। সমাবর্তনের দিন মঞ্চে উঠে শংসাপত্র হাতে নেওয়ার ভিডিয়োয় পোস্ট করেন টুইঙ্কল। ভিডিয়োর সঙ্গে যোগ করেন একটি ছোট্ট মেসেজ। তাতে লেখা- "অবশেষে আমার গ্র্যাজুয়েশন ডে। গোল্ডস্মিথসে প্রথম দিনের কথা ভাবলে মনে হয় এই তো গতকালের কথা, আবার কখনও ভাবি না জানি কোন জন্মের ঘটনা! রৌদ্রজ্জ্বল একটা দিন, সুন্দর একটা শাড়ি, পাশে পরিবার… এই দিনটা যেমনটা ভেবেছিলাম তার চেয়েও বেশি পারফেক্ট।"

আরও পড়ুন:

  1. বাড়ি থেকে বেরোলেই রাম-দর্শন, অযোধ্যায় জমি কিনলেন 'বিগ বি'
  2. কিং খানের পর অ্যাটলির ছবিতে 'বাওয়াল' অভিনেতা, শীঘ্রই শুরু হবে শুটিং
  3. রাম লালার প্রাণ প্রতিষ্ঠা, সলমনকে ছেড়ে ভক্তিমূলক গানে গীতিকার সাব্বির
Last Updated : Jan 17, 2024, 11:53 AM IST

ABOUT THE AUTHOR

...view details