পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Akshay Kumar : বলিউডে তিন দশক পূর্ণ খিলাড়ি কুমারের, যশরাজের পক্ষ থেকে এল বিশেষ শুভেচ্ছা - বলিউডে তিন দশক পূর্ন করলেন অক্ষয় সামনে এল বিশেষ পোস্টার

ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রিতে নিজের তিন দশক পূর্ণ করলেন বলিউডের খিলাড়ি কুমার ৷ তাঁর জন্য একটি বিশেষ পোস্টারও রিলিজ করল যশ রাজ ফিল্মস (Akshay Kumar Bollywood Career)৷

Akshay Kumar
Akshay Kumar

By

Published : May 4, 2022, 5:21 PM IST

মুম্বই, 4 মে : ভারতীয় চলচ্চিত্র জগতে তিন দশক পূর্ণ করলেন বলিউডের খিলাড়ি কুমার ৷ এই দীর্ঘ সময়ে নিজের অভিনয়, নাচ এবং ছবি নির্বাচনের মাধ্যমে বলিউডে পাকপাকিভাবে জায়গা করে নিয়েছেন অক্ষয় ৷ খান-দের আধিপত্যের মাঝেও স্বতন্ত্র জায়গা করে নিয়েছেন খিলাড়ি কুমার ৷ আর এই তিন দশকের জার্নিতে প্রচুর মানুষের ভালবাসা পেয়েছেন তিনি ৷ তৈরি হয়েছে আলাদা ফ্যান বেস ৷ এই বিশেষ দিনে অক্ষয়কে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা ৷ শুভেচ্ছা জানানো হয়েছে যশ রাজ ফিল্মসের পক্ষ থেকে ৷ তাঁর নতুন ছবি পৃথ্বীরাজ আসতে চলেছে এই প্রোডাকশন হাউসের ব্যানারেই (Akshay Kumar Bollywood Career) ৷

ছবিতে সম্রাট পৃথ্বীরাজের ভূমিকায় অভিনয় করবেন অভিনেতা ৷ ছবিটি মুক্তি পাচ্ছে 3 জুন ৷ তবে অক্ষয়ের সিনেমা কেরিয়ার তথা জীবনের এই বিশেষ মুহূর্ত উপলক্ষে পৃথ্বীরাজের সাজে অক্ষয়ের একটি বিশেষ পোস্টার শেয়ার করেছেন তাঁরা ৷ এই পোস্টারে আসলে রয়েছে অক্ষয়ের অভিনীত প্রতিটি ছবির পোস্টার ৷ যশ রাজ ফিল্মসের টুইটার অ্যাকাউন্ট একটি ভিডিয়োও পোস্ট করা হয়েছে, যেখানে অক্ষয় কুমার এবং "পৃথ্বীরাজ" পরিচালক চন্দ্রপ্রকাশ দ্বিবেদীর উপস্থিতিতে এই বিশেষ পোস্টারটি উন্মোচন করা হয়েছে।

ভিডিয়োতে অক্ষয় বলেন, "30 বছর পূর্ণ করে ফেলেছি তা নিজেও বুঝতেও পারিনি আমি । আমাকে এই উপহার দেওয়ার জন্য আদিত্য চোপড়াকে ধন্যবাদ । আমার এখনও মনে আছে যে আমি উটিতে আমার প্রথম শট দিয়েছিলাম ৷ সেটা বব ক্রিস্টোর সঙ্গে একটা অ্যাকশন শট ছিল ৷" ইতিমধ্য়েই একশোরও বেশি ছবিতে অভিনয় করে ফেলেছেন অক্ষয় ৷ 1991 সালে 'সৌগন্ধ' দিয়ে শুরু হয়েছিল যে যাত্রা তা আপাতত 'পৃথ্বীরাজ' পর্যন্ত এসে পৌঁছেছে ৷ সামনেও বেশ অনেকগুলি কাজ রয়েছে তাঁর ৷

আরও পড়ুন : এখানেই শেষ, ফিরছে না "কফি উইথ করণ"

ABOUT THE AUTHOR

...view details