মুম্বই, 24 অক্টোবর: দীপাবলি পালনে মেতে উঠেছেন সেলেব থেকে আমজনতা সকলেই ৷ আলোর এই উৎসবের শরিক প্রত্যেকেই ৷ খিলাড়ি কুমার এই উৎসবের শরিক হবেন না, তাও কি হয়? নিজের মতো করে দীপাবলি উদযাপনে মেতে উঠলেন এই সুপারস্টারও (Akshay Diwali Celebration)৷ সোমবার টুইটারে তিনি শেয়ার করেছেন তাঁর দীপাবলি উদযাপনের ছোট্ট একটি ভিডিয়ো ৷ যেখানে তাঁকে দেখা গিয়েছে পুজোর থালা হাতে আরতিতে মেতে উঠতে(Akshay Kumar celebrating diwali) ৷
এই ভিডিয়ো শেয়ার করে অক্ষয় লেখেন, "আলো, রং এবং তার থেকেও সুন্দর কিছু হাসি... আমার জন্য বছরের সেরা দিন! আমার এবং আমার পুরো পরিবারের পক্ষ থেকে আপনাকে এবং আপনার পরিবারকে দীপাবলির আন্তরিক শুভেচ্ছা জানাই।" ভিডিয়োতে আরতির থালা হাতে পুজোয় মেতে উঠতে দেখা গিয়েছে এই সুপারস্টারকে ৷ রয়েছেন অক্ষয়ের পরিবারের অন্যান্য় কাছের মানুষেরাও(Diwali Celebration) ৷