পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Akshay Diwali Celebration: আরতির থালা হাতে দীপাবলি উদযাপনে অক্ষয়, দেখুন ভিডিয়ো - Akshay Kumar celebrating diwali

নিজের মতো করে দীপাবলি উদযাপনে মেতে উঠলেন অক্ষয় কুমারও(Akshay Diwali Celebration) ৷ সোমবার নিজেই টুইটারে তিনি শেয়ার করেছেন তাঁর দীপাবলি উদযাপনের একটি ছোট্ট একটি ভিডিয়ো (Akshay Kumar celebrating diwali)৷ যেখানে তাঁকে দেখা গিয়েছে ভগবানের আরতিতে মেতে উঠতে ৷

Akshay Diwali Celebration
আরতির থালা হাতে দীপাবলি উদযাপনে অক্ষয়ের, দেখুন ভিডিয়ো

By

Published : Oct 24, 2022, 7:15 PM IST

মুম্বই, 24 অক্টোবর: দীপাবলি পালনে মেতে উঠেছেন সেলেব থেকে আমজনতা সকলেই ৷ আলোর এই উৎসবের শরিক প্রত্যেকেই ৷ খিলাড়ি কুমার এই উৎসবের শরিক হবেন না, তাও কি হয়? নিজের মতো করে দীপাবলি উদযাপনে মেতে উঠলেন এই সুপারস্টারও (Akshay Diwali Celebration)৷ সোমবার টুইটারে তিনি শেয়ার করেছেন তাঁর দীপাবলি উদযাপনের ছোট্ট একটি ভিডিয়ো ৷ যেখানে তাঁকে দেখা গিয়েছে পুজোর থালা হাতে আরতিতে মেতে উঠতে(Akshay Kumar celebrating diwali) ৷

এই ভিডিয়ো শেয়ার করে অক্ষয় লেখেন, "আলো, রং এবং তার থেকেও সুন্দর কিছু হাসি... আমার জন্য বছরের সেরা দিন! আমার এবং আমার পুরো পরিবারের পক্ষ থেকে আপনাকে এবং আপনার পরিবারকে দীপাবলির আন্তরিক শুভেচ্ছা জানাই।" ভিডিয়োতে আরতির থালা হাতে পুজোয় মেতে উঠতে দেখা গিয়েছে এই সুপারস্টারকে ৷ রয়েছেন অক্ষয়ের পরিবারের অন্যান্য় কাছের মানুষেরাও(Diwali Celebration) ৷

আরও পড়ুন:আলোর উৎসবের মাঝেই প্রয়াত জাতীয় পুরস্কার জয়ী পরিচালক

অভিনয়ের কথা বলতে গেলে অক্ষয়কে শেষ দেখা গিয়েছে 'কাঠপুতলি' ছবিতে(Akshay Kumar) ৷ এবছর তাঁর একের পর এক বড় পর্দার ছবি মুখ থুবড়ে পড়েছে বক্স অফিসে ৷ 'বচ্চন পাণ্ডে' 'সম্রাট পৃথ্বীরাজ' বা 'রক্ষাবন্ধন' কোনও ছবিই সেভাবে দর্শকদের মন জয় করতে পারেনি ৷ এমতাবস্থায় ওটিটিতে সদ্য সদ্য মুক্তি পাওয়া 'কাঠপুতলি' অক্ষয়ের ভাগ্য ফেরাতে পারে কি না, সেটাই দেখার ৷

আগামীতে অক্ষয় বড় পর্দায় ফিরবেন 'রামসেতু' ছবির হাত ধরে ৷ সেই ছবির ওপরেও অনেকখানি আস্থা রয়েছে অক্ষয় অনুরাগীদের ৷ বছরের প্রথম ব্লক বাস্টার হিট হবে কি 'রামসেতু' ? সেদিকেই এখন নজর থাকবে সকলের ৷

ABOUT THE AUTHOR

...view details