হায়দরাবাদ, 22 মার্চ: তিন মিনিটে 184 'সেলফি' তুলে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে জায়গা করে নিলেও 'সেলফি' মোটেও বক্স অফিসে জায়গা করতে পারেনি ৷ ফেব্রুয়ারিতে মুক্তি পাওয়া অক্ষয় কুমার (Bollywood actor Akshay Kumar) ও ইমরান হাসমির এই ছবি মুখ থুবড়ে পড়ে বক্স অফিসে ৷ তবে থেমে নেই খিলাড়ি ৷ দক্ষিণী একটি ছবির বলিউড রিমেকের মুক্তির দিন ঘোষণার পাশাপাশি সামনে আনলেন প্রথম পোস্টার ৷
দক্ষিণী অভিনেতা সূর্য ৷ ঝুলিতে হিট ছবির সংখ্যা নেহাত কম নয় ৷ 2020 সালে মুক্তি পায় 'সুরারাই পোত্রু' (Suriya's Soorarai Pottru) ৷ ছবির চিত্রনাট্য ক্যাপ্টেন জিআর গোপিনাথ (Captain GR Gopinath)-এর জীবনী ও সংঘর্ষকে ঘিরে তৈরি হয়েছিল ৷ তিনি 'সিম্পিলিফাই ডেকন' (The founder of Simplify Deccan)-এর প্রতিষ্ঠাতা, যে সংস্থা মধ্যবিত্তদের জন্য বিমানে চড়ার পরিষেবা শুরু করেছিল ৷ সাউথের হিট এই ছবিরই রিমেক তৈরি হয়েছে আরব সাগরের তীরে ৷
সোশাল মাধ্যমে অভিনেতা অক্ষয় কুমার অনুরাগীদের ছবি মুক্তির দিনের কথা জানিয়েছেন ৷ ছবির নাম এখন পর্যন্ত ঠিক হয়নি ৷ তবে পয়লা সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে অক্ষয় কুমার, রাধিকা মদন ও পরেশ রাওয়াল অভিনীত এই ছবি মুক্তির দিন ঘোষণা করা হয়েছে ৷