মুম্বই, 9 সেপ্টেম্বর:বলিউডের খিলাড়ি কুমার আজ 55 বছর পূর্ন করলেন (Akshay Kumar Birthday )৷ হিন্দি ছবির জগতে একজন অ্যাকশন হিরো হিসাবেই অক্ষয়ের শিরোনামে উঠে আসা ৷ তার সঙ্গে যুক্ত হয়েছে তাঁর অসামান্য কমিক টাইমিং ৷ ফ্য়ানেদেরও খুবই পছন্দ তাঁর এই দুই অবতারের মিশেল ৷ অক্ষয় এমন এক নায়ক যিনি দর্শককে হাসাতেও পারেন আবার চোখে জলও এনে দেন খুব সহজে ৷ আসুন আজ তাঁর জন্মদিনে দেখে নেওয়া যাক তাঁর কিছু হিট ছবির তালিকা যা বক্স অফিসে জায়গা করে নিয়েছে একশো কোটির ক্লাবে(Akshay Kumar Blockbuster Movies ) ৷
সাম্প্রতিক অতীতে পরপর বক্স অফিসে ব্যর্থ হয়েছে 'সম্রাট পৃথ্বীরাজ', 'বচ্চন পাণ্ডে', 'রক্ষা বন্ধন'-এর মতো ছবিগুলি ৷ এখন ওটিটিতে সদ্য় মুক্তি পাওয়া তাঁর 'কাঠপুতলি' ছবিটি কেমন সাফল্য পায় সেটাই দেখার ৷ এরই মাঝে আসুন দেখে নিই তাঁর সেই হিট ছবির একটি তালিকা ৷ অক্ষয়ের ফিল্মি কেরিয়ারে মোট 13টি ছবি রয়েছে যা 100 কোটিরও বেশি ব্যবসা করেছে বক্স অফিসে ৷ তালিকায় রয়েছে 'গুড নিউজ', 'হাউসফুল-4', 'মিশন মঙ্গল', '2.0', 'গোল্ড', 'টয়লেট-এক প্রেম কথা', 'জলি এলএলবি-2', 'রুস্তম', 'হাউসফুল-3, 'এয়ারলিফ্ট', 'হলিডেজ', 'রাউডি রাঠোর' এবং 'হাউসফুল 2'(100 crore Box Office Collection Movies List )৷
জন্মদিনে দেখে নেওয়া যাক তাঁর কিছু হিট ছবির তালিকা যা বক্স অফিসে জায়গা করে নিয়েছে একশো কোটির ক্লাবে অক্ষয় কুমারের আসল নাম কিন্তু রাজীব হরি ওম ভাটিয়া(HBD Akshay Kumar ) ৷ 1967 সালের 9 সেপ্টেম্বর পঞ্জাবের অমৃতসরে তাঁর জন্ম । অক্ষয় নয়াদিল্লির চাঁদনি চক এলাকায় ছেলেবেলা কাটানোর পর মুম্বই চলে আসেন ৷ ডন বস্কো স্কুল এবং গুরু নানক খালসা কলেজে পড়াশোনা শেষ করেন তিনি । মার্শাল আর্টের প্রতিও তাঁর ভীষণ আগ্রহ ছিল । আর তাই মার্শাল আর্ট শিখতে তিনি সুদূর ব্যাংককেও পাড়ি দেন ৷ আর অবসর সময়ে সেখানে ওয়েটারের চাকরিও করতে হয় তাঁকে ।
বলিউডের খিলাড়ি কুমার আজ 55 বছর পূর্ন করলেন আরও পড়ুুন:ক্যাটরিনার ভাইয়ের সঙ্গে ইলিয়ানার সম্পর্কের জল্পনায় মুখ খুললেন করণ
প্রমোদ চক্রবর্তীর 'দিদার' ছবিতে প্রথমবার নায়কের ভূমিকায় অভিনয় করেন অক্ষয় । আসলে তাঁর চেহারা এবং লুক দেখে তাঁকে প্রথম ছবি বা বিজ্ঞাপনের জগতে কাজের চেষ্টা করার কথা বলেছিলেন একজন ফটোগ্রাফার ৷ তারপরও ঝড় বয়ে গিয়েছে অনেক ৷ মুম্বই এসে তিনি প্রথম মার্শাল আর্টের ট্রেনিং দেওয়া শুরু করেন ৷ আর একইসঙ্গে মডেলিংয়ের কাজেরও খোঁজ করতে থাকেন ৷ অনেক চেষ্টার পর ধীরে ধীরে উত্থানের শুরু ৷ আর আজ ইন্ডাস্ট্রির একটি বড় নাম হয়ে উঠেছেন খিলাড়ি কুমার ৷