পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Karar Oi Louho Kapat: বিশ্রী গান, রহমানের মতিভ্রম হয়েছে; বিচার চাই ! নজরুলগীতির বিকৃতিতে চাঁছাছোলা 2 বঙ্গশিল্পী - Nazrul Song Distortion

Nazrul Song Distortion: জনপ্রিয় নজরুলগীতি কারার ওই লৌহ কপাটের বিকৃতিতে এই গানের রিমেকের স্রষ্টা এআর রহমানকে চাঁছাছোলা ভাষায় আক্রমণ করলেন বাংলার দুই প্রথিতযশা শিল্পী দেবজ্যোতি মিশ্র ও পণ্ডিত অজয় চক্রবর্তী ৷

Karar Oi Louho Kapat
কারার ওই লৌহ কপাট

By ETV Bharat Bangla Team

Published : Nov 10, 2023, 2:42 PM IST

Updated : Nov 10, 2023, 4:15 PM IST

নজরুলগীতির বিকৃতিতে চাঁছাছোলা 2 বঙ্গশিল্পী

কলকাতা, 10 নভেম্বর: 'কারার ওই লৌহ কপাট' - সোশাল দুনিয়া উত্তাল এই জনপ্রিয় নজরুলগীতি নিয়ে ৷ 'পিপ্পা' ছবিতে এই গানটিরই সুর আমূল অদল বদল করে তা উপস্থাপন করেছেন অস্কারজয়ী সুরকার এআর রহমান । আর তাতে গান গেয়েছেন বাংলারই বেশ কিছু শিল্পী । তবে সুরের জাদুর সৌজন্যে 'চেন্নাইয়ের মোৎজার্ট' হিসেবে পরিচিত রহমানের এই নিবেদন ভালো ভাবে গ্রহণ করতে পারেননি তাঁর অতি বড় সমর্থকেরাও ৷ নিন্দার ঝড় তুলেছেন নেটনাগরিকরা ৷ আর এ বার বাংলার দুই প্রথিতযশা শিল্পীও রহমানের এই প্রচেষ্টা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন ৷ তাঁরা এই গান নিয়ে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন ইটিভি ভারতকে ৷

প্রখ্যাত সঙ্গীতশিল্পী ও সুরকার দেবজ্যোতি মিশ্র চিনতেই পারছেন না এই রহমানকে ৷ কোনওরকম রাখঢাক না করে তিনি রহমানের সৃষ্টিকে একটি বিশ্রী গান, একটি দুঃস্বপ্ন হিসেবে দাবি করেছেন ৷ তিনি বলেন, "আমার 'কারার ওই লৌহ কপাট' কিংবা কাজী নজরুল ইসলামকে নিয়ে কোনও চিন্তা নেই । চিন্তা এ আর রহমানকে নিয়ে । এ কোন রহমান ! উনি কি জানতেন না যে কোন কবিতার উপরে উনি গান বাঁধছেন ? কেউ কি ওঁকে এই কবিতাটার মানেও বুঝিয়ে দিল না ? কাজী নজরুল ইসলামের এই গান চিরকাল বেঁচে থাকবে । কাজী নজরুল ইসলামের এই গানটিকে রসদ করে অত্যন্ত নিম্নমানের একটি গান বানিয়েছেন রহমান । আমার মনে হয় ওঁর মতিভ্রম হয়েছে । কিংবা ইনি আমাদের এ আর রহমান নন । এটা একটা দুঃস্বপ্ন । আমরা দুঃস্বপ্ন দেখছি যে, তিনি এরকম বিশ্রী একটি গান আমাদের উপহার দিয়েছেন ।"

আরও এক ধাপ এগিয়ে এই নিয়ে শুধু নিন্দা বা প্রতিবাদেই থেমে থাকতে চাননি পণ্ডিত অজয় চক্রবর্তী ৷ তিনি এই জনপ্রিয় নজরুলগীতিকে বিকৃত করার জন্য স্রষ্টার বিচার দাবি করেছেন সরকারের কাছে ৷ তাঁর কথায়, "সামাজিক মাধ্যমে কী হবে এত প্রতিবাদ করে ? মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীকে এই ব্যাপারে জানাতে হবে । আমি মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা নরেন্দ্র মোদি বলছি না, বলছি ওই সম্মানীয় পদদুটিকে জানাতে হবে এই কথা । এত বড় সাহস কী করে হল একজন শিল্পীর, কাজী নজরুল ইসলামের মতো একজন কবির সৃষ্টিকে এ ভাবে বিকৃত করার । এই প্রজন্মের অনেকে জানেই না এই গান । জানেই না কে লিখেছে । এর বিচার চাই । আর বিচার করতে পারেন সরকার । জানাতে হবে 'আইপিআরএস' (ইন্ডিয়ান পারফর্মিং রাইট সোসাইটি) বডিকে । যেখানে জাভেদ আখতরের মতো মানুষ রয়েছেন । বিচার চাই ।"

আরও পড়ুন:

  1. নজরুলগীতি 'বিকৃত' করেছেন! এআর রহমানের ক্ষমা চাওয়া উচিত, তীব্র প্রতিবাদ নেটপাড়ায়
  2. ডিপফেক নিয়ে সোচ্চার তারকারা, রশ্মিকার পাশে দাঁড়ালেন বন্ধু বিজয়
  3. আল্লু-প্রভাসের ছবির গানের শুটিং রামোজি ফিল্ম সিটিতে
Last Updated : Nov 10, 2023, 4:15 PM IST

ABOUT THE AUTHOR

...view details