হায়দরাবাদ, 5 অগস্ট: আজ 49তম জন্মদিন পালন করছেন অভিনেত্রী কাজল দেবগণ ৷ আর বিশেষ দিনে তাঁকে একটি সুন্দর গানে শুভেচ্ছা জানিয়েছেন বেটার-হাফ অজয় ৷ 'তারিফ কারু ক্যায়া উসকি' এই গানের বাহানায় আদতে কাজলের নানান গুণের কথাই তুলে ধরলেন অভিনেতা ৷ এমনিতেই কাজল এবং অজয়ের সম্পর্ক বেশ চর্চিত ৷ একটি ইন্টারভিউতে নায়িকা এও স্বীকার করেছিলেন, তাঁদের প্রেম গড়ে ওঠে ছবির সেটেই ৷ একবার একটি ছবির দৃশ্যে অজয়কে চড় মারার কথা ছিল কাজলের ৷ সেই জন্য হাত তুলতেই ফিল্মি স্টাইলে তাঁর হাতটি ধরে নেবেন অজয়, এটাই ছিল কথা ৷ অজয় হাতটি ধরেনও ৷ আর সেখানেই নাকি তাঁর প্রেমে পড়ে যান অভিনেত্রী ৷
সদা হাস্যময়ী অভিনেত্রীকে শুভেচ্ছা জানাতে গিয়ে এদিন একটি ভিডিয়ো শেয়ার করেছেন অজয় ৷ ভিডিয়োটি আদতে কাজলের সাম্প্রতিক ওটিটি প্রজেক্ট 'দ্য ট্রায়াল'-এর ট্রেলার লঞ্চ অনুষ্ঠানের ৷ সেই ভিডিয়োর মাধ্যমেই একেবারে অন্যরকমভাবে কাজলের প্রশংসা করেছেন তিনি ৷ ভিডিয়োয় রয়েছে কিছু প্রশ্ন আর উত্তর ৷ তবে জবাবের ধরন একেবারে আলাদা ৷