পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Ajay on Winning National Award: তৃতীয়বার জাতীয় পুরস্কার জিতে আবেগে ভাসলেন অজয় - জাতীয় পুরস্কার জিতে আবেগে ভাসলেন অজয়

68তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার-এর মঞ্চে সেরা অভিনেতার পুরস্কার জিতে নিয়েছেন অজয় দেবগণ ৷ শুক্রবার পুরস্কার জয়ের পর আবেগে ভাসলেন অজয়(Ajay Devgn on Winning National Award) ৷

Ajay Devgn
তৃতীয়বার জাতীয় পুরস্কার জিতে আবেগে ভাসলেন অজয়

By

Published : Oct 1, 2022, 1:57 PM IST

নয়াদিল্লি, 1 অক্টোবর:68তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার-এর মঞ্চে সেরা অভিনেতার পুরস্কার জিতে নিয়েছেন অজয় দেবগণ(Ajay Devgn Wins National Award) ৷ তাঁর সঙ্গে যৌথভাবে এই পুরস্কার জিতে নিয়েছেন দক্ষিণী অভিনেতা সূর্যও ৷ শুক্রবার 'তানহা জি' (2020) ছবির জন্য সেরা অভিনেতার পুরস্কারে সম্মানিত করা হল অজয়কে ৷ এটি ছিল তাঁর তৃতীয়বার জাতীয় পুরস্কার ৷ এর আগে 1998 এবং 2002 সালে এই পুরস্কার পান অভিনেতা (Ajay Devgn on Winning National Award)৷

তাঁর হাতে এদিন পুরস্কার তুলে দেন রাষ্ট্রপতি দ্রৌপদি মুর্মু (National Award)৷ পুরস্কার প্রাপ্তির পর কৃতজ্ঞতা জানিয়ে অজয় তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিয়ো শেয়ার করেছেন ৷ ক্যাপশনে তিনি লেখেন, "জয় এবং আশির্বাদের কোনও শেষ নেই ৷ কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আপনাদের ভালবাসা ৷ আমি এই জয় আপনাদের সকলের সঙ্গে ভাগ করে নিচ্ছি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছ থেকে এই পুরস্কার পেয়ে আমি সম্মানিত ৷"

অজয় যে ভিডিয়োটি শেয়ার করেছেন তাতে 'জখম' ছবির একটি দৃশ্য রয়েছে । যা তাঁকে প্রথমবার জাতীয় পুরস্কার এনে দেয় ৷ এছাড়া রয়েছে 'দ্য লিজেন্ড অব ভগৎ সিং' এবং 'তানহা জি' ছবিরও কিছু ঝলক ৷ এই তিনটি ছবিই তাঁকে এনে দিয়েছে জাতীয় পুরস্কার ৷

আরও পড়ুন:'প্রথম শুনে তো বিশ্বাসই হয়নি', দাদা সাহেব ফালকে হাতে নিয়ে আবেগে ভাসলেন আশা

অভিনেতা সূর্যও শুক্রবার দিল্লিতে পৌঁছেছিলেন রাষ্ট্রপতির হাত থেকে এই সম্মাননা গ্রহণ করার জন্য ৷ তাঁকেও এদিন প্রশংসা ভরিয়ে দেন অজয় ৷ অজয় লেখেন, "এটা একটা দুর্দান্ত মুহূর্ত ছিল ৷ আমি সেরা অভিনেতা সূর্যর সঙ্গে সময় কাটানোর সুযোগ পেয়েছি ৷ আমি তাঁর প্রতিভাকে সম্মান করি । তাঁর ছবিগুলিকে ভালবাসি। সত্যি দারুণ ভালো লেগেছে ।" আগামী দিনে অজয় দেবগণকে পর্দায় দেখা যাবে 'থ্যাঙ্ক গড' ছবিতে ৷ 24 অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবি ৷ এছাড়া সম্প্রতি মুক্তি পেয়েছে তাঁর 'দৃশ্যম 2' ছবির ঝলকও ৷

ABOUT THE AUTHOR

...view details