মুম্বই, 6 মার্চ:অজয় দেবগণের 'দৃশ্য়ম 2' ছবির দুরন্ত সাফল্য়ের পর সকলেই এখন অপেক্ষা করে রয়েছেন তাঁর নতুন ছবি 'ভোলা'র জন্য় ৷ অভিনেতা-পরিচালক অজয় দেবগণ সোমবার হাজির হলেন তাঁর এই নুতন ছবির ট্রেলার নিয়ে ৷ নিজেই সোশাল মিডিয়া হ্যান্ডেলে ছবির এই ঝলক শেয়ার করেছেন অভিনেতা ৷ এর আগে ছবির দু'টি টিজার সামনে এনেছিলেন অজয় ৷ স্ট্যান্ট আর দুরন্ত অ্যাকশনে যে ভরপুর হতে চলেছে এই ছবি তার আভাস ছিল টিজারেই৷
ট্রেলারেই দেখা মিলল সেই চেনা ছকের(New Film Bholaa Trailer Out) ৷ জেলের কয়েদির একটি গল্প উঠে আসবে এই ছবিতে ৷ সেই চরিত্রেই রয়েছেন অজয় ৷ তার চরিত্রের হাতে যেমন থাকে গীতা তেমনই আবার সেই ধ্বংসের নায়ক ৷ দুষ্টের দমনে অগ্রণী ভূমিকায় দেখা যায় তাঁকে ৷ ট্রেলার বলছে এই ছবি প্রশ্ন তুলবে প্রশাসনের ভূমিকা নিয়ে ৷ জেলের ভিতরের বেশ কিছু অজানা সত্যিও সামনে আসবে ছবিতে ৷ গল্পে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন টাব্বুও ৷ তাঁকে এখানে দেখা যাবে একজন পুলিশ অফিসার হিসাবে ৷