হায়দরাবাদ, 28 এপ্রিল : নিজের নতুন ছবি 'রানওয়ে 34' মুক্তির আগেই এবার দক্ষিণী অভিনেতা কিচ্চা সুদীপের সঙ্গে বাকযুদ্ধে জড়ালেন বলিতারকা অজয় দেবগণ ৷ সুদীপের মাতৃভাষা নিয়ে করা একটি মন্তব্যের পর থেকেই উভয় পক্ষের টুইট যুদ্ধ রীতিমত ভাইরাল নেটপাড়ায় ৷ আসলে পুরোটাই একধরণের ভুল বোঝাবুঝি ছাড়া নয় ৷ হিন্দি ভাষা নিয়ে সুদীপের করা একটি মন্তব্য মেনে নিতে পারেননি অজয় ৷ যার জেরে টুইটে নিজের প্রতিক্রিয়া সাফ জানিয়ে দেন তিনি ৷ তিনি লেখেন, "সুদীপ ভাই, আপনার মতে হিন্দি আমাদের মাতৃভাষা নয়, তাহলে আপনি কেন আপনাদের মাতৃভাষায় তৈরি ছবিগুলিকে হিন্দিতে ডাবিং করে রিলিজ করেন ৷ হিন্দি আমাদের রাষ্ট্রভাষা ছিল আছে এবং থাকবে ৷"
এরপরেই এই ভুল বোঝাবুঝির কথা তুলে ধরেন কন্নড় তারকা সুদীপ, "হ্যালো অজয়স্যার আমি কেন ওই লাইনটি বলেছি, আমার ধারণা তা একেবারে অন্যভাবে আপনার কাছে পৌঁছেছে ৷ আমার সঙ্গে যখন আপনার দেখা হবে তখন নিশ্চই বোঝাতে পারব কেন আমি এই বক্তব্যটি রেখেছিলাম ৷ এটা কাউকে আঘাত দিতে বা কোনও তর্ক বিতর্ক শুরুর জন্য উস্কানি দিতে করা নয় ৷ কেন আমি এমন করব ৷" তিনি আরও জানান, তাঁর হিন্দির প্রতি এবং অন্যান্য ভারতীয় ভাষার প্রতি সম্পূর্ণ ভালবাসা এবং শ্রদ্ধা আছে ৷ কিন্তু তিনি যেভাবে ভালবেসে হিন্দিতে লেখা বক্তব্য়টি পড়লেন এবং উত্তর দিলেন, তাঁর উত্তর যদি কন্নড় ভাষায় লেখা হত তাহলে অনেকেই তা পড়তে পারতেন না ৷ তিনি কোনওরকম রাগ না রেখেই জানান, তাঁরা কি এই ভারতেরই অংশ নয়?